Homeখবররাজ্যএ বার হাইকোর্টের ২ বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

এ বার হাইকোর্টের ২ বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রকাশিত

কলকাতা: হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রকাশ্যে কিছু মন্তব্য নিয়ে শোরগোল রাজ্য জুড়ে। তাঁরই বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর জন্য আর্জি তৃণমূল নেতার।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কেন সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়েই সর্বোচ্চ আদালতে আবেদন জানিয়েছেন অভিষেক। বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। এর জন্য যাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে যাতে দ্রুত নির্দেশ দেওয়া হয়, সেই আর্জিও জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টে অভিষেকের আবেদন, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য যেন তদন্তকে প্রভাবিত না করে। বিচারাধীন বিষয় নিয়ে তাঁর মন্তব্যের জন্য বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। তিনি যাতে বিচারধীন বিষয় নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করেন, তার জন্য যথাযথ নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।

অমৃতা সিনহার বিরুদ্ধে কেন সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চ থেকেও মামলা সরানোর আর্জিও জানিয়েছেন অভিষেক। কুন্তল ঘোষ চিঠি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষে যায় বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের নির্দেশ। অভিষককে জিজ্ঞাসাবাদে অনুমতি দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন অভিষেক। সেইসময় সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাস থেকে ওই মামলাটি সরানোর। পরে ওই মামলা আসে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তবে তিনিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জিজ্ঞাসাবাদে অনুমতিই দেন।

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিষেকের সম্পত্তির খতিয়ান সামনে আনার কথা বলেছিলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছিলেন, “তিনি একজন সাংসদ, অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই! এটা দেখে আশ্চর্য হলাম”। এ বার তাঁর এজলাস থেকে মামলা সরানোর জন্য আবেদন করা হল সর্বোচ্চ আদালতে।

সন্দেশখালির ঘটনা নিয়ে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি

সাম্প্রতিকতম

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

সয়াবিন-সানফ্লাওয়ার তেলের ফ্যাট বাড়াচ্ছে প্রাণঘাতী স্তন ক্যানসারের ঝুঁকি! চাঞ্চল্যকর দাবি নিউইয়র্ক গবেষকদের

সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের লিনোলেইক অ্যাসিড ট্রিপল নেগেটিভ ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি বাড়ায় বলে দাবি নিউইয়র্কের গবেষকদের। প্রাণঘাতী এই ক্যানসারের বিরুদ্ধে লড়াই কঠিন।

আরও পড়ুন

দক্ষিণবঙ্গে আপাতত সামান্য ঝড়বৃষ্টি, গরম বাড়লেও তাপপ্রবাহ নয়

দক্ষিণবঙ্গে আজও ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল থেকে কমবে বৃষ্টি, বাড়বে গরম। ৩০ এপ্রিলের পর আবার ফিরবে ঝড়বৃষ্টি।

নির্মাণ ও পরিবহণ শ্রমিকদের জন্য অনলাইনেই পেনশন আবেদন, রাজ্যে চালু নতুন প্রক্রিয়া

রাজ্যের অসংগঠিত নির্মাণ ও পরিবহণ শ্রমিকরা এবার থেকে অনলাইনে আবেদন করেই পেতে পারেন পেনশন। একমাসেই মিলবে সুবিধা।

মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রীদের উঠতে আর বাধা নেই, শিয়ালদহ ডিভিশনে বড় সিদ্ধান্ত রেলের

শিয়ালদহ ডিভিশনের মাতৃভূমি লোকাল ট্রেনে এবার পুরুষরাও উঠতে পারবেন। ভিড় কমায় সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হচ্ছে নির্দিষ্ট কামরা।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে