Homeখবররাজ্যসন্দেশখালির ঘটনা নিয়ে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি

সন্দেশখালির ঘটনা নিয়ে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: সন্দেশখালির ঘটনা নিয়ে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ইডি। পুলিশের ভূমিকা নিয়ে মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার এই আবেদন শোনার পর মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা।

রেশন দুর্নীতি মামলায় শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়ে তাদের আধিকারিকদের উপরেই হামলা হয়েছে। আর ইডি অফিসারদের বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। অথচ, এফআইআরের কপি চেয়েও তারা পাচ্ছে না বলে অভিযোগ। শুধু তাই নয়, আদালতে ইডি জানিয়েছে, তাদের হেনস্থা করতে নতুন নতুন পদক্ষেপ করা হচ্ছে। তাই এই বিষয়ে আদালত হস্তক্ষেপ করুক।

ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানিয়েছেন, ইডির অফিসারের বিরুদ্ধে যে এফআইআর রেজিস্টার হয়েছে তা এখনও পর্যন্ত ওয়েবসাইটে আপলোড হয়নি। কিন্তু সকলে জানে এফআইআর হয়েছে ইডির অফিসারের বিরুদ্ধে। এদিকে এফআইআরের কপি চাওয়া সত্ত্বেও কোনও রকমভাবে তাদের দেওয়া হচ্ছে না দাবি করেন ইডির আইনজীবী।

আদালতে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ইডি। জানা গিয়েছে, ইতিমধ্যেই রেশন দুর্নীতি তদন্তে সন্দেশখালি যাওয়া ইডি আধিকারিকদের নাম জানতে চাইছে রাজ্য পুলিশ। সব কথা শুনে ইডি-কে মামলার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গেলে সেখানে ইডি আধিকারিকদের গাড়ির ওপর ইট ছোড়ে উত্তেজিত জনতা। ইডি অফিসারেরা গ্রামে পৌঁছনোর আগেই গ্রাম ঘিরে ফেলেন তৃণমূল নেতার অনুগামীরা। ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে দরজা ভাঙার চেষ্টা করেন তদন্তকারীরা। ঠিক সেই সময়েই তাঁদের ঘিরে মারধর শুরু হয়। তাঁদের গ্রাম ছাড়তে বাধ্য করেন শাহজাহানের অনুগামীরা। গাড়িতে ইট মেরে ভাঙচুর চলে। 

আরও পড়ুন: সন্দেশখালিকাণ্ডের পর কলকাতায় ইডি ডিরেক্টর! তদন্তে কি নয়া মোড়?

সাম্প্রতিকতম

মেয়াদ পেরিয়ে তিনবছরেও টাকা তোলেননি? ফ্রিজ করা হবে ডাকঘরের সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্ট

ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে ম্যাচুরিটির তিনবছর পরও টাকা না তোললে ফ্রিজ হবে অ্যাকাউন্ট। বছরে দু’বার এই প্রক্রিয়া চালু করবে ডাকবিভাগ।

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

ফাস্টফুড-ঠান্ডা পানীয় খেলেই আয়ু কমছে মিনিটে মিনিটে! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—একটা হটডগ খেলেই আয়ু কমছে ৩৬ মিনিট! ঠান্ডা পানীয়, বার্গার, স্যান্ডউইচেও বিপদ লুকিয়ে। জেনে নিন স্বাস্থ্যকর বিকল্প কী হতে পারে।

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে নিয়োগ, আবেদন অনলাইনে, বেতন ১ লক্ষের বেশি

স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্কে ৭৬টি অফিসার পদে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও ম্যানেজার পদে আবেদন ১১ অগস্ট পর্যন্ত। জেনে নিন বেতন, বয়স ও আবশ্যিক যোগ্যতা।

আরও পড়ুন

ভিড় সামলাতে বাড়ল ট্রেন, ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় চলবে অতিরিক্ত ৫ লোকাল

নিত্যযাত্রীদের চাপ সামলাতে ডায়মন্ড হারবার ও বারাসত শাখায় রেল চালু করল অতিরিক্ত ৫টি লোকাল ট্রেন। পাশাপাশি বদলানো হল একটি পুরনো ট্রেনের সময়ও। জেনে নিন বিস্তারিত সময়সূচি।

দক্ষিণবঙ্গে আপাতত বিরতি বৃষ্টিতে, উত্তরে অতিভারী বর্ষণের আশঙ্কা, জুলাইয়ের শেষে ফের নিম্নচাপ?

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির বিরতি, তবে উত্তরে শুরু হতে চলেছে মরশুমের প্রথম অতিভারী বর্ষণ। আবার জুলাইয়ের শেষ সপ্তাহে দক্ষিণবঙ্গে ফের আসতে পারে শক্তিশালী নিম্নচাপ। আবহাওয়ার পূর্বাভাসে মিলেছে সতর্কবার্তা।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।