Homeখবররাজ্যএকশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা অভিষেকের

একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা অভিষেকের

প্রকাশিত

আলিপুরদুয়ার: একশো দিনের কাজের বকেয়া নিয়ে আবারও কেন্দ্রের শাসকদল বিজেপি-কে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”আজ আমি রাজনৈতিক বক্তব্য রাখব। তবে শুধু ভোট চাওয়ার জন্য। আগেও ভোট চাইনি, এ বারও চাইব না। মানুষকে ভাতে মারার পরিকল্পনা নিয়েছে বিজেপি সরকার।”

এ দিন আলিপুরদুয়ারের মঞ্চ থেকেই একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে নতুন কর্মসূচির ঘোষণা করেন অভিষেক। জানান, বাংলা জুড়ে ১ কোটি ৩৮ লক্ষ পরিবার একশো দিনের কাজে নাম নথিভুক্ত করেছে। সবমিলিয়ে আবেদনকারীর সংখ্য়াটা প্রায় ২ কোটি ৬২ লক্ষ। পয়লা বৈশাখের পরের দিন, ১৬ এপ্রিল থেকে এই সমস্ত বঞ্চিত মানুষের কাছে পৌঁছতে হবে বলে কর্মসূচি ঘোষণা করেন অভিষেক।

তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের বুথ-অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, ব্লক সভাপতিদের বলছি যাঁরা এই বক্তব্য শুনছেন, তাঁদেরকেও অনুরোধ করছি, প্রত্যেক বুথে কারা ১০০ দিনের কাজ করেও পাওনা টাকা থেকে বঞ্চিত, তার একটি তালিকা তৈরি করুন। তালিকা তৈরি করে বুথে বুথে মানুষের কাছে যান এবং তাঁদের দিয়ে প্রধানমন্ত্রীর ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্দেশে চিঠি লেখান।”

অভিষেক বলেন, “১৫ এপ্রিল পয়লা বৈশাখ, ১৬ তারিখ থেকে গোটা রাজ্যে এই কর্মসূচি শুরু হবে। একমাস ধরে বাংলাজুড়ে এই কর্মসূচি চলবে। প্রত্যেক বুথের সভাপতি ১০০ দিনের কাজের টাকা থেকে বঞ্চিতদের তালিকা তৈরি করবেন। তাঁদের থেকে সই সংগ্রহ করে প্রধানমন্ত্রীর উদ্দেশে ১ মাসে ১ কোটি চিঠি তৈরি করে রাখুন। একমাস পর আমার প্রতিনিধি গিয়ে চিঠি গুলি নিয়ে আসবে। ঠিক পরের দিন ১ কোটি চিঠি নিয়ে আমি দিল্লিতে যাব।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষকে ভাতে মারার পরিকল্পনা করেছে বিজেপি। মানুষের হকের টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। তৃণমূলের কাছে হেরে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রের শাসক দল। বাংলার মানুষকে ভাতে মারলে ছেড়ে কথা বলব না। দিল্লির বুকে আরও তীব্র আন্দোলন হবে।”

আরও পড়ুন: এ বছর আরও বেশি মধু পাওয়ার আশা, মৌলের সংখ্যা বাড়ল সুন্দরবনে

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

থমকে আছে শীতের আমেজ, পথের কাঁটা ঘূর্ণিঝড় পরিস্থিতি

কলকাতা: শীত পড়ার মুখে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের...

ডুয়ার্সের জঙ্গলে হাতির মৃত্যু, মালগাড়ির ধাক্কায় প্রাণ গেল মা ও দুই শাবকের

নিজস্ব প্রতিনিধি: ডুয়ার্সের জঙ্গল ভেদ করে যাওয়া রেললাইনে মালগাড়ির ধাক্কায় ফের মৃত্যু হল হাতির।...