Homeখবররাজ্যএকশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা অভিষেকের

একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা অভিষেকের

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

আলিপুরদুয়ার: একশো দিনের কাজের বকেয়া নিয়ে আবারও কেন্দ্রের শাসকদল বিজেপি-কে আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,”আজ আমি রাজনৈতিক বক্তব্য রাখব। তবে শুধু ভোট চাওয়ার জন্য। আগেও ভোট চাইনি, এ বারও চাইব না। মানুষকে ভাতে মারার পরিকল্পনা নিয়েছে বিজেপি সরকার।”

এ দিন আলিপুরদুয়ারের মঞ্চ থেকেই একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে নতুন কর্মসূচির ঘোষণা করেন অভিষেক। জানান, বাংলা জুড়ে ১ কোটি ৩৮ লক্ষ পরিবার একশো দিনের কাজে নাম নথিভুক্ত করেছে। সবমিলিয়ে আবেদনকারীর সংখ্য়াটা প্রায় ২ কোটি ৬২ লক্ষ। পয়লা বৈশাখের পরের দিন, ১৬ এপ্রিল থেকে এই সমস্ত বঞ্চিত মানুষের কাছে পৌঁছতে হবে বলে কর্মসূচি ঘোষণা করেন অভিষেক।

তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের বুথ-অঞ্চল সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান, ব্লক সভাপতিদের বলছি যাঁরা এই বক্তব্য শুনছেন, তাঁদেরকেও অনুরোধ করছি, প্রত্যেক বুথে কারা ১০০ দিনের কাজ করেও পাওনা টাকা থেকে বঞ্চিত, তার একটি তালিকা তৈরি করুন। তালিকা তৈরি করে বুথে বুথে মানুষের কাছে যান এবং তাঁদের দিয়ে প্রধানমন্ত্রীর ও কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের উদ্দেশে চিঠি লেখান।”

অভিষেক বলেন, “১৫ এপ্রিল পয়লা বৈশাখ, ১৬ তারিখ থেকে গোটা রাজ্যে এই কর্মসূচি শুরু হবে। একমাস ধরে বাংলাজুড়ে এই কর্মসূচি চলবে। প্রত্যেক বুথের সভাপতি ১০০ দিনের কাজের টাকা থেকে বঞ্চিতদের তালিকা তৈরি করবেন। তাঁদের থেকে সই সংগ্রহ করে প্রধানমন্ত্রীর উদ্দেশে ১ মাসে ১ কোটি চিঠি তৈরি করে রাখুন। একমাস পর আমার প্রতিনিধি গিয়ে চিঠি গুলি নিয়ে আসবে। ঠিক পরের দিন ১ কোটি চিঠি নিয়ে আমি দিল্লিতে যাব।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষকে ভাতে মারার পরিকল্পনা করেছে বিজেপি। মানুষের হকের টাকা আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। তৃণমূলের কাছে হেরে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্রের শাসক দল। বাংলার মানুষকে ভাতে মারলে ছেড়ে কথা বলব না। দিল্লির বুকে আরও তীব্র আন্দোলন হবে।”

আরও পড়ুন: এ বছর আরও বেশি মধু পাওয়ার আশা, মৌলের সংখ্যা বাড়ল সুন্দরবনে

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

কর দিতে গেলে এখন বাধ্যতামূলক পারমিট, অনলাইনে নতুন নিয়ম জারি রাজ্য পরিবহণ দফতরের

গাড়ির কর দেওয়ার সময় বাধ্যতামূলক হল পারমিট, জানাল রাজ্য পরিবহণ দফতর। ডিজিটাল না হলে জমা দিতে হবে পারমিটের প্রতিলিপি। নতুন পারমিট ও বিক্রির ক্ষেত্রেও এসেছে একাধিক নিয়ম।

দক্ষিণবঙ্গে টানা বর্ষণের পূর্বাভাস, বৃষ্টি আর কতদিন?

অত্যন্ত ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি, বৃহস্পতিবার হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সতর্কতা জারি সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্য।

বুধবারও ৭ জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

আজ বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭ জেলায় থাকতে পারে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।