Homeরাজ্যদঃ ২৪ পরগনাএ বছর আরও বেশি মধু পাওয়ার আশা, মৌলের সংখ্যা বাড়ল সুন্দরবনে

এ বছর আরও বেশি মধু পাওয়ার আশা, মৌলের সংখ্যা বাড়ল সুন্দরবনে

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: সুন্দরবনের মৌলেদের পাশে এগিয়ে এলো রাজ্য সরকার। বাড়িয়ে দেওয়া হল মধু কেনার মূল্য। এ বছরে সুন্দরবনে মধু সংগ্রহে মৌলেদের সংখ্যা বাড়ল। এ বছর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় শুক্রবার থেকেই শুরু হয়ে গেছে মধু সংগ্রহের কাজ। সুন্দরবনের সজনেখালি ও বসিরহাট দু’টি রেঞ্জের অন্তর্গত বনাঞ্চলে মধু সংগ্রহের উদ্দেশ্যে তাই রওনা দিয়েছেন মৌলেরা।

এ বার সুন্দরবন থেকে সংগৃহীত মধুর জন্য বাড়তি দাম দেওয়া হবে বলে আগেই ঘোষণা করেছিল বন দফতর। আর তাই বেশি সংখ্যক মৌলে এ বার মধু সংগ্রহে গেলেন। এ বছর মধু বেশি হওয়ার সম্ভাবনা থাকায় বেশি সংখ্যক মৌলে সুন্দরবনে মধু সংগ্রহে নেমেছেন। এমনকী, এ বার অনেক বেশি মধু মিলবে বলে আশাবাদী বন দফতর। বন দফতর সূত্রে জানা গেল, এ বারে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় ৭৫টি দল মধু সংগ্রহ গেছে। ৫৭৬ জন মৌলে আগামী একমাস ধরে দু’দফায় সুন্দরবনের জঙ্গল থেকে মধু সংগ্রহ করবেন। সেই মধু তাঁরা বিক্রি করবে বন দফতরের কাছে। গত বছর ৪৩টি দলে প্রায় ৩০০ জন মৌলে মধু সংগ্রহ করতে গিয়েছিলেন।

sundarban honey

এ বার মধুর দাম বেশ কিছুটা বাড়িয়েছে বন দফতর। গত বছর কেজি প্রতি ১৮০ টাকা করে দাম পেয়েছিল মৌলেরা। এর সঙ্গে ২০ টাকা বাড়তি দেওয়া হয়েছিলো মধু সংগ্রহের পারিশ্রমিক হিসেবে। বন দফতর সূত্রে জানা গেল, চলতি বছর থেকে গুণমান বিচার করে দু’টি ভাগে ভাগ করা হয়েছে সংগৃহীত মধু। মধুতে ২৩ শতাংশের বেশি জল থাকলে সেই মধু বন দফতর কেজি প্রতি ২২৫ টাকা করে দাম দেবে। অন্য দিকে, ২৩ শতাংশের কম জল থাকলে সেই মধুর দাম কেজি প্রতি ২৫০ টাকা করে পাবেন মৌলেরা। পাশাপাশি, প্রতি কেজিতে এ বারও ২০ টাকা করে পারিশ্রমিক পাবেন তাঁরা।

সুন্দরবনের মধুর চাহিদা গত দু’তিন বছরে যথেষ্ট বেড়েছে। মৌলেরা যে ভাবে জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবন থেকে মধু সংগ্রহ করেন, তাতে এই বাড়তি দাম তাঁদের আরও উৎসাহিত করবে বলেই দাবি বন দফতরের। গত বছর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের এলাকা থেকে ১২ মেট্রিক টন মধু সংগ্রহ করেছিলেন মৌলেরা। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন বলেন, “গত বছরের তুলনায় এ বার প্রায় দ্বিগুণ সংখ্যক মৌলে মধু সংগ্রহে গিয়েছেন। তাই আমরা আশা করছি ১৬ থেকে ২০ মেট্রিক টন মধু মিলবে এ বছর”

কুলতলির দেউলবাড়ির বাসিন্দা অনাদি হালদার ও ভাষা গুড়গুড়িয়ার লুৎফর মোল্লা বলেন, “গত দু-তিন প্রাকৃতিক দূর্যোগ কম হওয়ায় এ বছর বেশি মৌচাক আমরা পেতে পারি। আমাদের সংগ্রহিত মধুর দাম বন দফতর কিছুটা এবছর বাড়ানোয় আমরা খুশি”।

এপিডিআরের উদ্যোগে গত বছর মধুর দাম বাড়ানোর দাবিতে বন দফতরে ডেপুটেশন ও দেওয়া হয়েছিল। এ ব্যাপারে এপিডিআরের জেলার সহ সম্পাদক মিঠুন মণ্ডল বলেন, “সুন্দরবনের খেটে খাওয়া মানুষদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে আমরা লড়াই করি। মধুর দাম বাড়ানোর দাবিতে আমরা বন দফতরে ডেপুটেশন ও দিয়েছিলাম। বন দফতর আমাদের দাবি মেনে সুন্দরবনের মৌলেদের সংগ্রহ করা মধুর দাম বাড়ানোয় আমরা খুশি”।

এ বছর মৌলেদের নিরাপত্তার জন্য ‘অপারেশন গোল্ডেন হানি’ নামক বিশেষ ব্যবস্থা করা হয়েছে বন দফতরের উদ্যোগে। এর মাধ্যমে মৌলেরা সুন্দরবনের যে এলাকায় মধু সংগ্রহ করবেন, বন দফতরের একটি টহলদারি দলও সেখানে থাকবে। মৌলেরা সমস্যায় পড়লে, টহলদারি দল দ্রুত পৌঁছে তাদের সাহায্য করবে।তাছাড়া মৌলেদের জন্য মাথা-পিছু পাঁচ লক্ষ টাকা বিমার ব্যবস্থাও করেছে বন দফতর।সব মিলিয়ে সুন্দরবনের মৌলেদের পাশে রাজ্য বন দফতর।

সাম্প্রতিকতম

জীবনের শেষ দিন পর্যন্ত জেলে থাকতে হবে সঞ্জয়কে, আরজি কর মামলায় সাজা শোনালেন বিচারক

আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুন মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিল আদালত।...

বুধবার থেকে শুরু রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন, কীভাবে করবেন আবেদন

বুধবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজিস্ট্রেশন। জেনে নিন আবেদন করার পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ তারিখ।

আইআইটি কানপুরের ‘রোবোটিক এক্সোস্কেলিটন’ বদলে দেবে স্ট্রোক পুনর্বাসন প্রক্রিয়া

আইআইটি কানপুর তৈরি করল বিশ্বের প্রথম ব্রেন-কম্পিউটার ইন্টারফেস সমর্থিত রোবোটিক হ্যান্ড এক্সোস্কেলিটন। স্ট্রোক পুনর্বাসনে অভূতপূর্ব অগ্রগতির আশা।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘পদাতিক’-এর সাফল্য, অডিয়েন্স অ্যাডয়ার্ড জিতল সৃজিত মুখার্জির ছবি

সৃজিত মুখার্জির মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার জিতে নিয়েছে। এই জয় ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের দিক থেকেও গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

গঙ্গাসাগরে এ বার ‘তারাপীঠের মা তারা’ দর্শন!

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, গঙ্গাসাগর : এ বারে গঙ্গাসাগরে গিয়ে কপিলমুনি দর্শনের পাশাপাশি তারাপীঠের কালী মায়ের...

ইফকো-র সহায়তায় নিমপীঠে তিন জেলার কৃষকদের নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ শিবির

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: তিন জেলার কৃষকদের নিয়ে নতুন পদ্ধতিতে চাষের কাজের হাতে-কলমে প্রশিক্ষণ শিবির...

সুন্দরবনে ফিরেছে কুলতলির গ্রামে ঢুকে পড়া বাঘ, পায়ের ছাপ দেখে দাবি বনকর্মীদের

কুলতলির গ্রামে প্রবেশ করা রয়্যাল বেঙ্গল টাইগার ফিরে গেল সুন্দরবনের গভীর জঙ্গলে। বনকর্মীদের পর্যবেক্ষণে স্বস্তি গ্রামবাসীদের।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে