Homeখবরবিদেশরকেট হামলায় মৃতের সংখ্যা প্রায় ৭০০, পাল্টা ইজরায়েলি সেনার হাতে নিহত ৪১৩...

রকেট হামলায় মৃতের সংখ্যা প্রায় ৭০০, পাল্টা ইজরায়েলি সেনার হাতে নিহত ৪১৩ হামাস

প্রকাশিত

ইজরায়েল লক্ষ্য করে অগুন্তি রকেট নিক্ষেপ করেছে প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস। ইজরায়েলে হামাসের রকেট হামলায় ৭০০ মানুষ মারা গেছে। ইজরায়েলের স্বাস্থ্যকর্তাদের মতে, সন্ত্রাসবাদী হামলায় ৯০৮ জন আহত। হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের। পাল্টা ইজরায়েলি সেনার হাতে ৪১৩ জন হামাসের নিহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই হামলাকে যুদ্ধ বলে অভিহিত করেছেন। তিনি বলেছিলেন, ‘‘যুদ্ধে আমরাই জিতব।’’ তাঁর দাবি, “হামাস সন্ত্রাসবাদীরা ইজরায়েলে হামলা চালিয়েছে। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত এবং এর জন্য তাদের ভারী মূল্য চোকাতে হবে”। তার পর থেকে দু’পক্ষের মুহুর্মুহু হামলায় বিপর্যস্ত ইজরায়েল, প্যালেস্তাইন।

জানা গিয়েছে, হামাসের হামলায় রবিবার পর্যন্ত প্রায় ৭০০ ইজরায়েলি নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে ৫৭ জন সামরিক কর্মী ও ৩৪ জন পুলিশ সদস্য। প্যালেস্তেনীয় ইসলামিক জিহাদ গোষ্ঠীর নেতা জিয়াদ নাখলেহ জানি.এছেন, গাজায় ৩০ জন ইজরায়েলি নাগরিককে বন্দি করা হয়েছে। তিনি বলেন, ইজরায়েলের কারাগারে বন্দি সমস্ত প্যালেস্তেনীয় বন্দিদের মুক্তি না দেওয়া পর্যন্ত আটকদের মুক্তি দেওয়া হবে না।

আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, ইজরায়েলি সেনা এবং সাধারণ নাগরিককে বন্দি করে তাঁদের ভিডিয়ো ফুটেজ প্রকাশ করছে হামাস। হামাসের তরফে মুখপাত্র খালেদ কাদোমি জানান, প্যালেস্তাইনের উপর দীর্ঘ দিনের নৃশংসতার বদলা নেওয়া হচ্ছে। প্যালেস্তেনীয় ভূখণ্ডে ইজরায়েলের সেই অত্যাচার বন্ধ করতে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন তিনি।

ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী স্বীকার করেছে যে শনিবার ইজরায়েলে হামাসের হামলা ছিল আচমকা। আইডিএফ আন্তর্জাতিক মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট একটি ভিডিয়োতে বলেছেন, ইজরায়েলের উপর হামাসের হামলা অবাক করে দেওয়ার মতোই। তিনি আরও বলেন, “আমরা এই হামলার কঠোর জবাব দেব”।

ইজরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ইজরায়েলে হামাসের এই হামলা ৯/১১-এর মতো, যা আমেরিকায় এখন পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসবাদী হামলা। তিনি বলেন, হামাস ইজরায়েলকে ধ্বংস করতে চায়। প্যালেস্তেনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস ইজরায়েলের শিশু এবং বৃদ্ধদের নিশানায় রেখে এই হামলা চালিয়েছে। তিনি বলেন, শনিবারের হামলার পর থেকে উভয় পক্ষের এক হাজারের বেশি মানুষ মারা গেছে।

আরও পড়ুন: ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ: শুরু মৃত্যুমিছিল, দু’দেশে নিহত অন্তত ৩০০

সাম্প্রতিকতম

তপ্ত এই শহরের বুকে আজও জল বয়ে চলে গুটি কয়েক ভিস্তিওয়ালা

চারিদিক জনশূন্য, দুপুরের রোদে খালি মাথায় 'ভিস্তিওয়ালা' চলেছে। এই রোদে মাথা ফেটে যাচ্ছে। তৃষ্ণায় ছাতি ফাটছে। আহার এখনো তার বাকি, তবু এখন জল নিয়ে পৌঁছাবার সময় গন্তব্যে।

‘বেসরকারি সংস্থাগুলি মহাকাশকে আরও সহজলভ্য করে তুলবে’, দাবি ইসরো প্রধানের

বেঙ্গালুরু: ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে মহাকাশপ্রেমীদের সঙ্গে আড্ডা জমালেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান...

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আরও পড়ুন

২০২২ সালে আমেরিকার নাগরিকত্ব পেলেন ৬৬ হাজারেরও বেশি ভারতীয়, বিশ্বের মধ্যে দ্বিতীয়

মার্কিন জনগণনা ব্যুরোর আমেরিকান কমিউনিটি সার্ভের তথ্য অনুযায়ী, ২০২২ সালে আনুমানিক ৪ কোটি ৬০ লক্ষ বিদেশী বংশোদ্ভূত ব্যক্তি সে দেশে বসবাস করেছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ৩৩ কোটি ৩০ লক্ষ জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ।

ভারত ও দুবাইয়ের মধ্যে ৩০টিরও বেশি উড়ান বাতিল, ভারী বৃষ্টি ও বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরশাহিতে

ভারী বৃষ্টি ও বন্যা সংযুক্ত আরব আমিরশাহিতে। যে কারণে, মঙ্গলবার এবং বুধবার ভারত ও...

ভারী বৃষ্টিতে ভাসল দুবাই বিমানবন্দর, জলে ডুবে শহরের রাস্তাঘাট

জল জমে থাকার জন্য বিমানবন্দরে প্রায় আধ ঘণ্টা বিমান চালচল বন্ধ ছিল। বিমানবন্দরে মঙ্গলবার মাত্র ১২ ঘন্টায় প্রায় ১০০ মিমি এবং ২৪ ঘন্টায় মোট ১৬০ মিমি বৃষ্টি হয়েছে। গড়ে, দুবাই শহরে এক বছরে প্রায় ৮৮.৯ মিমি বৃষ্টিপাত হয়ে থাকে।