Homeখবররাজ্যঅভিষেককে ফের তলব, রুজিরাকেও হাজিরার নোটিশ ইডি-র

অভিষেককে ফের তলব, রুজিরাকেও হাজিরার নোটিশ ইডি-র

প্রকাশিত

কলকাতা: ৩ অক্টোবর হাজিরা এড়ানোর পর ফের তলব করা হল তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইডি সূত্রে খবর, আগামী সোমবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে আরও জানা গিয়েছে, অভিষেকের পাশাপাশি নোটিস দেওয়া হয়েছে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্যায়কেও।

নিয়োগ মামলায় গত ৩ অক্টোবর তলব করা হলেও দিল্লিতে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য সিজিও কমপ্লেক্সে যাননি অভিষেক। তবে এই প্রথম বার রুজিরাকে তলব করা হল নিয়োগ মামলায়। ইতিমধ্যেই তলব করা হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে। ৬ ও ৭ অক্টোবর তাঁদের হাজিরা দেওয়ার কথা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, আগামী সপ্তাহে রুজিরাকে সল্টেলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। রুজিরার বয়ান রেকর্ড করতে চায় ইডি। তদন্তে পাওয়া বিভিন্ন নথি ও তথ্যের ভিত্তিতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড করার প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণেই আগামী সপ্তাহে তাঁকে তলব করা হয়েছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কোথায় কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, এবং সেই ব্যাঙ্কে অ্যাকাউন্টগুলি কারা দেখভাল করেন, পাশাপাশি অভিষেক-রুজিরার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকা জমা রয়েছে, সেই টাকার উৎস-সহ যাবতীয় তথ্য খতিয়ে দেখছে চাইছে ইডি।

ইডি-র একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক দুর্নীতির তদন্ত করতে গিয়ে বেশ কিছু তথ্য হাতে এসেছে তদন্তকারীদের হাতে। এর আগে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার অফিস থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেন তাঁরা। তাতে সন্দেহজনক কিছু লেনদেন চোখে পড়েছে বলে জানা গিয়েছে। যে কারণে রুজিরাকে তলব করা হয়েছে।

আরও পড়ুন: লেক ফেটে বাঁধ ভাঙল তিস্তায়, ভয়ংকর দুর্যোগ সিকিমে, ২৩ সেনা জওয়ান নিখোঁজ, বন্যার আশঙ্কা উত্তরবঙ্গে

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

ইডির মামলায় জামিন কল্যাণময়ের, তবে এখনও জেলমুক্তি নয়, অন্য কোন মামলায় তাঁকে থাকতে হবে জেলে?

ইডির মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় জেল হেফাজতেই থাকছেন তিনি।

উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় ফের রোদের দেখা

উত্তরবঙ্গের একাধিক জেলায় সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, কলকাতায় সোমবারের পর মঙ্গলবার রোদের দেখা মিলল।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে