Homeরাজ্যআলিপুরদুয়ারনির্বাচনের ঢাকে কাঠি: মোদীর আক্রমণের পাল্টা জবাব মমতার

নির্বাচনের ঢাকে কাঠি: মোদীর আক্রমণের পাল্টা জবাব মমতার

প্রকাশিত

বিধানসভা ভোট এখন বহু দূরের গান। তারিখ ঘোষণা হয়নি, নির্ঘন্ট তৈরির সময় আসেনি। তবুও বৃহস্পতিবারই কার্যত শুরু হয়ে গেল ২০২৬ সালের নির্বাচনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখোমুখি সংঘাত। প্রথমে আলিপুরদুয়ারের মঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মোদী। পরে সন্ধ্যায় নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা, যা ছিল একেবারে ‘নির্বাচনী ঝাঁঝে’ ভরা।

প্রধানমন্ত্রীর অভিযোগের জবাবে দৃশ্যতই ক্ষুব্ধ মমতা বলেন, “দেশের হয়ে কেউ বিদেশে গিয়ে প্রতিনিধিত্ব করছেন, আর আপনি বাংলায় দাঁড়িয়ে রাজনীতি করছেন! এখন কি রাজনীতি করার সময়?” একইসঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “কালকেই ভোট করে দেখান, আমি প্রস্তুত।”

বিদেশনীতি, বেকারত্ব, দুর্নীতি থেকে শুরু করে সিঁদুরের প্রসঙ্গ—প্রায় ৩৯ মিনিটের সাংবাদিক সম্মেলনে একে একে মোদীর সমস্ত অভিযোগের জবাব দেন মমতা। সেনা অভিযানের নাম ‘অপারেশন সিঁদুর’ কেন রাখা হল, তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, “এটা রাজনৈতিক ক্যাচলাইন! আপনি তো সকলের স্বামী নন, আগে নিজে সিঁদুর দিন।” যদিও সঙ্গে সঙ্গেই মন্তব্যটি ‘অনুচিত’ বলেও সরিয়ে নেন তিনি।

প্রধানমন্ত্রীর পাঁচ ‘সঙ্কট’-এর অভিযোগের প্রতিটি পয়েন্টে পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • হিংসার দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে দেন মমতা, বলেন, “মুর্শিদাবাদ-মালদহে অশান্তির নেপথ্যে ওরা। সব প্রমাণ আছে।”
  • মহিলাদের নিরাপত্তা নিয়ে বলেন, “বাংলাই একমাত্র রাজ্য, যেখানে মা-বোনেরা সবচেয়ে সুরক্ষিত।”
  • বেকারত্বে বলেন, “আমরা ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি, আপনারা তা বাড়িয়েছেন।”
  • দুর্নীতির প্রসঙ্গে তুলে ধরেন বিজেপিশাসিত রাজ্যের ব্যাপম কেলেঙ্কারি।
  • গরিবের অধিকার প্রসঙ্গে বলেন, “বাংলায় এত প্রকল্প চলছে, এত মানুষ উপকৃত হচ্ছেন, অন্য কোথাও এত সুবিধা নেই।”

এছাড়া, কেন্দ্রের কাছে রাজ্যের ১.৭৫ লক্ষ কোটি টাকা পাওনার প্রসঙ্গ টেনে কটাক্ষ ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী, বলেছেন, “আগে দেন, তারপর কথা বলুন।” পাশাপাশি, নীতি আয়োগের বৈঠকে তাঁর অনুপস্থিতির কারণও তুলে ধরেন তিনি, বলেন, “আমার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়েছিল। মুখ দেখাতে যাব কেন?”

এমনকী আইপিএল ফাইনালও বিজেপির ষড়যন্ত্রের ফল বলেই দাবি মমতার। বলেন, “সব খেলা মোদী স্টেডিয়ামে নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা পরিষ্কার। আমি খেলার খবরও রাখি।”

সবমিলিয়ে বৃহস্পতিবারের দিনটি যে মমতা ও মোদীর নির্বাচনী সমরযাত্রার সূচনাক্ষণ হয়ে থাকল, তা আর বলার অপেক্ষা রাখে না। ‘খেলা হবে’ স্লোগান দিয়ে রাখলেন তৃণমূলনেত্রী নিজেই।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই লৌকিক দেবীর পুজোয় মাতেন ডুয়ার্সের বাসিন্দারা

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই বাঙালির মন খারাপ হয়ে যায়। আকাশ-বাতাস জুড়ে শোনা যায়...

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

বাংলার প্রথম বইগ্রাম আলিপুরদুয়ারের পানিঝোড়া

প্রকৃতি নিজেকে ঢেলে সাজিয়েছে উত্তরবঙ্গের ডুয়ার্সে। আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীনে আর পাঁচটা...