আরজি কর কাণ্ডের আবহে রাজ্য জুড়েই বিভিন্ন সরকারি হাসপাতালে লাগাতার কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। রোগীদের অনেক সময় ডাক্তার না দেখিয়েই ফিরে যেতে হচ্ছে। এখন কলকাতার বিভিন্ন হাসপাতালে টেলিমেডিসিন পরিষেবা চালু হয়েছে। তবুও জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সবরকমের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে একদম উলটো পথে হেঁটে অভিনব উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।
একেবারে বয়স্ক রোগীদের কথা ভেবে বর্হিবিভাগ বা ওপিডি পরিষেবা চালু করা হয়েছে হাসপাতালে। প্রতি মাসের একটি নির্দিষ্ট দিনে হাসপাতালে আসা বয়স্ক রোগীরা এই পরিষেবা পাবেন। সেদিন ওপিডিতে সব বিভাগের ডাক্তাররা বয়স্ক রোগীদের দেখবেন। ওই ওপিডি পরিষেবা শুধুমাত্র বয়স্ক রোগীদের জন্য।
এ বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল জানান, প্রতিদিন হাসপাতালে ৪০০-৫০০ জন রোগী আসেন। বয়স্ক রোগীদের দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তাই তাঁদের কথা ভেবেই এই পরিষেবা চালু করা হল।
আরও পড়ুন
বাড়িতে বসেই রক্তপরীক্ষার মাধ্যমে বোঝা যাবে প্রাণঘাতী ব্রেন ক্যানসার