পশ্চিমবঙ্গে আবারও আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে এবারের সফরে তাঁর কলকাতায় আসার কোনও পরিকল্পনা নেই। বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন তিনি। শুক্রবার উত্তরবঙ্গে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিকেলেই দিল্লি ফিরে যাবেন।
অমিত শাহ মূলত সশস্ত্র সীমা বলের (এসএসবি) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলিগুড়িতে আসছেন। শুক্রবার দুপুর ১টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। জানা গিয়েছে, প্যারেড এবং অন্যান্য অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি তিনি এসএসবি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
এবারের সফরে বিজেপির কোনও দলীয় কর্মসূচি নেই। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে স্বাগত জানাতে বৃহস্পতিবার রাতেই শিলিগুড়িতে পৌঁছবেন। যদিও দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন রাজ্য নেতারা, তবে সভাপতি বদল বা সদস্য সংগ্রহ অভিযান নিয়ে আলোচনা হতে পারে বলে জল্পনা রয়েছে।
অমিত শাহ গত মাসে বাংলায় এসেছিলেন এবং বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করেছিলেন। তবে এবারের সফরে একেবারেই সরকারি কর্মসূচিতে সীমাবদ্ধ থাকছেন তিনি।
আরও পড়ুন
আরজি কর মামলা: নির্যাতিতার বাবা-মায়ের আর্জিতে সাড়া, সিবিআইয়ের অবস্থান জানতে নির্দেশ হাই কোর্টের