আরজি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআইয়ের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন নির্যাতিতার বাবা-মা। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে তাঁদের আবেদনের ভিত্তিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইকে নির্দেশ দিয়েছেন, মামলার সমস্ত নথি আদালতে পেশ করতে হবে। আগামী ২৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
নির্যাতিতার পরিবারের অভিযোগ, সিবিআই তদন্ত প্রক্রিয়ায় গাফিলতি করছে। এমনকি প্রমাণ লোপাটের অভিযোগও তুলেছেন তাঁরা। পরিবারের বক্তব্য, সিবিআই আদালতে মিথ্যা তথ্য দিচ্ছে এবং তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার যে দাবি তদন্তকারীরা করছে, তা ভিত্তিহীন।
এর আগেও এই মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগের আঁচ মিলেছিল। গত ১০ ডিসেম্বর সুপ্রিম কোর্টে শুনানির সময় নির্যাতিতার বাবা সরাসরি বলেন, ‘‘সিবিআই আমাদের সঙ্গে কোনও তথ্য ভাগ করে না। অথচ আদালতে দাঁড়িয়ে মিথ্যা দাবি করা হচ্ছে।’’ সিবিআইয়ের তরফে জানানো হয়েছিল, তদন্ত প্রায় শেষ পর্যায়ে এবং নিম্ন আদালতে প্রক্রিয়া চলছে।
তবে ৯০ দিন পেরিয়ে গেলেও এখনও চার্জশিট দাখিল করতে পারেনি সিবিআই। এই গাফিলতির কারণে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেয়েছেন। এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার।
বিচার প্রক্রিয়ায় ন্যায়বিচারের দাবিতে একটি ফেসবুক পেজও চালু করেছেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের অভিযোগ, ‘‘সত্য গোপন করার চেষ্টা চলছে। আমরা এর শেষ দেখে ছাড়ব।’’
এখন দেখার, আগামী শুনানিতে সিবিআই কী অবস্থান নেয় এবং তদন্তের অগ্রগতি কতটা স্পষ্ট হয়।