কলকাতা: তৃণমূলকে কঠিন চ্যালেঞ্জ দেওয়ার লক্ষ্যে, বাংলার ৪২টি লোকসভা আসনের মধ্যে ২০টিতে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি।
প্রথম তালিকায় যে নামগুলি ঘোষণা করা হয়েছে, তাতে বিদায়ী সাংসদদের অনেকেই রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (বালুরঘাট), নিশীথ প্রামাণিক (কোচবিহার), সুভাষ সরকার (বাঁকুড়া), শান্তনু ঠাকুর (বনগাঁ), জগন্নাথ সরকার (রানাঘাট), খগেন মুর্মু (মালদহ উত্তর), লকেট চট্টোপাধ্যায় (হুগলি)। সৌমিত্র খাঁ (বিষ্ণুপুর) ও জ্যোতির্ময় সিং মাহাতো (পুরুলিয়া)।
বেশ কিছু আসনে এসেছে নতুন মুখ। যেমন, কাঁথিতে বিজেপি প্রার্থী করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌম্যেন্দুকে। আসানসোলে, তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে ভোজপুরি অভিনেতা-গায়ক পবন সিংকে প্রার্থী করেছে বিজেপি। ঘাটালে তৃণমূলের সাংসদ দেবের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে আরেক অভিনেতা-বিধায়ক হিরণকে।
বাংলার ২০টি আসনে বিজেপির প্রার্থীতালিকা
আলিপুরদুয়ার: বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা
বালুরঘাট: বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার
কোচবিহার: বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক
মালদহ দক্ষিণ: বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী
মালদহ উত্তর: বিজেপি প্রার্থী খগেন মুর্মু
মুর্শিদাবাদ: বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ
বহরমপুর: বিজেপি প্রার্থী নির্মলকুমার সাহা
বাঁকুড়া: বিজেপি প্রার্থী সুভাষ সরকার
বিষ্ণুপুর: বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ
বোলপুর: বিজেপি প্রার্থী প্রিয়া সাহা
কাঁথি: বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী
রানাঘাট: বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার
হুগলি: বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়
পুরুলিয়া: বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিংহ মাহাতো
যাদবপুর: বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়
জয়নগর: বিজেপি প্রার্থী অশোক কান্ডারি
বনগাঁ: বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর
ঘাটাল: বিজেপি প্রার্থী হিরণ
আসানসোল: বিজেপি প্রার্থী পবন সিংহ
হাওড়া: বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী
আরও পড়ুন: উত্তর কলকাতার প্রার্থী হিসাবে সুদীপকে চাইছেন না কুণাল, জানিয়ে দিলেন পছন্দের নাম