কলকাতা: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র শনিবার রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এসেছে অশান্তির খবর। সূত্রের মতে, প্রাণ গিয়েছে কমপক্ষে ১৯ জনের। রাজ্যের শাসক দল তৃণমূল দাবি করেছে এর মধ্যে বেশিরভাগই তাদের দলীয় কর্মী। সামগ্রিকতার নিরিখে এক শতাংশেরও কম জায়গায় হয়েছে। এরই মধ্যে পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় নির্বাচন কমিশনারকে কাঠগড়ায় তুলে আদালতের দ্বারস্থ হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ।
ভোটের আগের দিন, শুক্রবার মধ্য রাত থেকেই জেলায় জেলায় শুরু হয় অশান্তি। শনিবার সকাল থেকেই বুথে বুথে অশান্তি, কোথায় মুড়িমুড়কির মতো পড়ে বোমা। কোথায় চলে গুলি। অসমর্থিত সূত্র বলছে, শনিবার একদিনে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। হাসপাতালে চিকিৎসাধীন বহু।
বিরোধীদের দাবি, আইনি লড়াই এবং আদালতের নির্দেশে গৃহীত পদক্ষেপের পরেও নির্বাচন ঘিরে অশান্তি ঠেকানো যায়নি। তবে নির্বাচন নিয়ে বিরোধীদের সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শাসক তৃণমূল। ভোট শেষের পরই দলের তরফে সাংবাদিক বৈঠকে বলা হয়েছে, বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোট হয়েছে শান্তিপূর্ণ।
বিরোধীদের সুরে সুর মিলিয়ে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও আদালত অবমাননার অভিযোগ তুলে শনিবারই আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সরকারি কর্মীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। পাশাপাশি, রবিবার শহরে প্রতিবাদ মিছিলের কথাও জানানো হয়।
জানা গিয়েছে, এ দিন সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বিকেল ৪টেয়ে শুরু হবে মিছিল। আসবে শহিদ মিনারে। মঞ্চের অভিযোগ, আদালতের রায়কে উপেক্ষা করে ভোটকর্মীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ নির্বাচন কমিশনার। এর দায় নিতে হবে তাঁকেই। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ।
আরও পড়ুন: হাউ হাউ করে কাঁদছেন ভোটকর্মী, জীবন হাতে নিয়ে বাড়ি ফেরা