Home খবর রাজ্য ২০২৬ বিধানসভা নির্বাচনে মাত্র ৩-৪% ভোট বাড়লেই রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি: সুকান্ত...

২০২৬ বিধানসভা নির্বাচনে মাত্র ৩-৪% ভোট বাড়লেই রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি: সুকান্ত মজুমদার

সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার। প্রতীকী ছবি

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সরকার গঠন করতে মাত্র ৩-৪ শতাংশ ভোট বৃদ্ধির লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। রবিবার বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই সামান্য ভোট বৃদ্ধিই তৃণমূলের সঙ্গে ব্যবধান গড়ে দেবে এবং বিজেপিকে সরকার গঠনে সাহায্য করবে। এদিন কলকাতার ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে (ইজেডসিসি) বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনে বক্তব্য রাখছিলেন তিনি।

২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৪৫.৭৬ শতাংশ ভোট পেয়েছিল, যেখানে বিজেপি পেয়েছিল ৩৮.৭৩ শতাংশ ভোট। এই সামান্য ব্যবধান কমাতে এক কোটি নতুন সদস্য নেওয়ার লক্ষ্য নিয়েছে বিজেপি।

সুকান্ত মজুমদার বলেন, “যদি আমরা ৩-৪ শতাংশ ভোট শেয়ার বাড়াতে পারি, তাহলে ২০২৬ সালে বিজেপি বাংলায় সরকার গঠন করবে।” এদিনের অনুষ্ঠানে রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, তথাগত রায়, অসীম ঘোষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হিন্দু ভোট একত্রিত করার আহ্বান জানান। তিনি বলেন, “আমরা এখনও লক্ষ্য অর্জন করতে পারিনি, কিন্তু সবচেয়ে বেশি ভোট, ২,৩৩,২৭,০০০, আমরাই পেয়েছি।” তিনি আরও জানান, আগামী নির্বাচনে সুরক্ষা এবং সুশাসনই হবে বিজেপির প্রধান স্লোগান।

এদিকে, মজুমদার বলেন, “বাংলাদেশ থেকে আমাদের শিক্ষাগ্রহণ করতে হবে এবং মানুষকে সতর্ক থাকতে হবে।” বিজেপির দাবি, তৃণমূলের বিরুদ্ধে লড়াই আরও তীব্র করতে প্রস্তুত তাদের দল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ২৯৩টি আসনের মধ্যে ৭৭টি আসনে জয়ী হয়েছিল।

বিজেপির এই নতুন সদস্য সংগ্রহ অভিযান সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন। রাজ্যে উপনির্বাচন নিয়ে নীরব রইলেন অমিত শাহ, ২০২৬ বিধানসভা ভোটকেই মূল লক্ষ্য 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version