Homeখবররাজ্যপাসপোর্ট কেলেঙ্কারি! বাংলা, সিকিমের অন্তত ৫০ জায়গায় সিবিআই অভিযান

পাসপোর্ট কেলেঙ্কারি! বাংলা, সিকিমের অন্তত ৫০ জায়গায় সিবিআই অভিযান

প্রকাশিত

কলকাতা: পশ্চিমবঙ্গ এবং সিকিমের গ্যাংটকের ৫০টির বেশি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। জাল নথির ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করার অভিযোগে সরকারি আধিকারিক-সহ ২৪ জনকে অভিযুক্তের বিরুদ্ধে চলছে তল্লাশি অভিযান।

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, সিবিআই-এর একটি দল গোপন সূত্রে পাসপোর্ট জালিয়াতি চক্রের হদিশ পায়। সেই তথ্যের ভিত্তিতেই আজকের এই তল্লাশি অভিযান। জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে অনেক তথ্য ও নথি উদ্ধার করা হয়েছে। তা থেকেই জানা গিয়েছে, এই জালিয়াতির সঙ্গে যুক্ত রয়েছেন সরকারি আধিকারিকরাও।

সিবিআই সূত্রে খবর, কলকাতার রুবি, সল্টলেক এবং হাওড়াতেও সিবিআইয়ের তল্লাশি অভিযান শুরু হয়েছে। দার্জিলিং এবং শিলিগুড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে। ইতিমধ্যে গ্যাংটকে কর্মরত একজন আধিকারিক এবং একজন মধ্যস্থতাকারীকেও আটক করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

অন্যদিকে উলুবেড়িয়ায়ও চলছে সিবিআই তল্লাশি। উলুবেড়িয়া ১ ব্লকের মহিষালি গ্রামে শেখ শাহানুরের বাড়িতে সিবিআই হানা চলছে। ভোর চারটে নাগাগ চারজনের একটি দল শাহানুরের বাড়িতে ঢোকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহানুর পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কাজকর্ম করতেন।

এফআইআর-এ ১৬ জন সরকারি আধিকারিক-সহ ২৪ জনের নাম রয়েছে। যাঁদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অনাবাসী-সহ অযোগ্য ব্যক্তিদের জাল নথির ভিত্তিতে পাসপোর্ট ইস্যু করার অভিযোগ উঠেছে। একবার জাল নথির ভিত্তিতে আসল পাসপোর্ট ইস্যু হয়ে গেলে পাসপোর্টধারক অনায়াসে ভারত থেকে অন্য দেশে যেতে পারে। বহু বছর ধরে এভাবেই টাকার বিনিময়ে ভুয়ো নথির বদলে পাসপোর্ট ইস্যুর এই চক্র চলছিল বলে জানতে পেরেছে সিবিআই।

সিবিআই জানিয়েছে, জাল নথির ওপর ভিত্তি করে আসল পাসপোর্ট ইস্যু করা হত। এই চক্রে বেশ কিছু দালাল জড়িত ছিল। সঙ্গে সরকারি আধিকারিকও এই জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত ছিলেন। অভিযুক্ত আধিকারিকরা জেনে বুঝে জাল নথির বদলে আসল পাসপোর্ট ইস্যু করে দিতেন। বদলে মোটা টাকার ঘুষ নিতের তাঁরা। জানা গিয়েছে, কলকাতা, শিলিগুড়ি, গ্যাংটকের বহু জায়গায় আজ একযোগে তল্লাশি অভিযান চালানো হয় এই জালিয়াতি চক্রকে ধরতে।

আরও পড়ুন: মহালয়ায় গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ, কাল দেবীপক্ষের শুরু

সাম্প্রতিকতম

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

প্রতি দিন এক গ্লাস দুধ খেলে কী হয়? কী তথ্য উঠে এল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায়

প্রতি বছর অসংখ্য মানুষ কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হন। অত্যন্ত দ্রুত এই ক্যানসার ছড়িয়ে পড়ে...

আরও পড়ুন

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

রাতে বৃষ্টির সম্ভাবনা, শনিবার থেকে ফের ঠান্ডা, ২৬ জানুয়ারি থেকে জাঁকিয়ে শীতের ইঙ্গিত

আজ রাত থেকে হালকা বৃষ্টি হতে পারে। কাল থেকে উত্তুরে হাওয়া এবং কনকনে ঠান্ডা ফেরার সম্ভাবনা। ২৬ জানুয়ারি থেকে শীতের তীব্রতা বাড়বে বলে জানিয়েছে হাওয়া দফতর।

সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টে সিবিআই

আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও হত্যা মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ডের দাবি...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে