মালদা : নাগরিকত্ব আইন নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মুখে একাধিকবার শোনা গেছে ‘ক্যা ক্যা ছি ছি’ স্লোগান। এই স্লোগান যথেষ্টই তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে। নেট দুনিয়াতেও ভাইরাল হয়েছিল ভিডিও। এবার মালদার প্রশাসনিক সভা থেকে সেই একই স্লোগান তুললেন মুখ্যমন্ত্রী।
মতুয়া ভোটব্যাঙ্কে শান দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মতুয়াদের জন্য আমরা সবটা করেছি। আর বিজেপি ভোট এলে হঠাৎ করে গিয়ে একটু ভাত খেয়ে বলবে, আমরা মতুয়ার বন্ধু হয়ে গেলাম।’ একই সঙ্গে বিজেপিকে একহাত নিয়ে বললেন, ‘ক্যা ক্যা করে চিৎকার করে। ক্যা ক্যা করার জন্য কাক আছে। তুমি কেন ক্যা ক্যা করছো?’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘যতদিন বড়মা বেঁচে ছিলেন, তাঁর চিকিৎসার দায়িত্ব আমি নিয়েছিলাম। আর কেউ দেখেনি।’ মুখ্যমন্ত্রীর বক্তব্য, নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯-এর নামে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এনআরসির নামে সবাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।