Homeখবররাজ্যবেআইনি বাজি কারাখানায় বিস্ফোরণ, বজবজে যাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী

বেআইনি বাজি কারাখানায় বিস্ফোরণ, বজবজে যাচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী

প্রকাশিত

কলকাতা: পূর্ব মেদিনীপুরের এগরার পর বজবজের মহেশতলা। বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে বলি প্রাণ। এগরায় ১১ জনের মৃত্যু হয়। বজবজের বিস্ফোরণে মৃত্যু হয় ৩ জনের। সোমবার মন্ত্রীসভার বৈঠকে কড়া বার্তা দেওয়ার পর, নিজেই বজবজে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতে চান তিনি।

রবিবার সন্ধেয় বজবজের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রাত আটটা নাগাদ বজবজের চিংড়িপোতা এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তার পরেই আগুন লেগে যায় একটি বাড়িতে। সেখানে বেআইনি বাজি তৈরি ও মজুত করা হচ্ছিল বলে অভিযোগ। বিস্ফোরণে মারা যান বাড়ির কর্ত্রী ও তাঁর মেয়ে। আরও একজন ঝলসে যান। পরে বেহালা ইএসআই হাসপাতালে তাঁরও মৃত্যু হয়।

এই ঘটনায় রাত থেকেই এলাকায় তল্লাশি শুরু করে বজবজ থানার পুলিশ। রাতভর পুলিশি তল্লাশিতে প্রচুর অবৈধ বাজি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন ৯ মহিলা-সহ ৩৬ জন। ঘটনায় তদন্তের দায়িত্ব নিয়েছে সিআইডি।

এ দিন নবান্নে রাজ্য মন্ত্রীসভার বৈঠক ছিল। সেখানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বার বার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কেন প্রশাসন অবৈধ বাজি কারখানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না তা জানতে চান তিনি। অবিলম্বে এই বাজি কারখানাগুলি বন্ধ করতে প্রশাসনকে পদক্ষেপ করতে নির্দেশ দেন তিনি। সঙ্গে বেআইনি বাজি কারখানার ওপর নজর রাখতে বিশেষ কমিটি তৈরি করেন। এমনকী জনশূন্য স্থানে কোথাও বাজির ক্লাস্টার তৈরি করা যায় কি না তাও খতিয়ে দেখতে বলেন তিনি।

ওই বৈঠক সেরেই মুখ্যমন্ত্রী বেরিয়ে যান নবান্ন থেকে। সূত্রের খবর, বজবজের দিকে রওনা হয়েছেন তিনি। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেখানেই মুখ্যমন্ত্রী যাচ্ছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন: হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস সোমবার বাতিল, কেন এমন সিদ্ধান্ত?

সাম্প্রতিকতম

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা, রবিবার কলকাতায় ভিজতে পারে ‘রাত দখল’ কর্মসূচি

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ অতি গভীর নিম্নচাপের রূপ নিতে চলেছে, ফলে উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। কলকাতায় রবিবার রাতে আরজি কর ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ‘রাত দখল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ট্রি টপ প্ল্যান্টেশন’, জলদাপাড়া অভয়ারণ্যে গাছ সংরক্ষণের অভিনব উদ্যোগ

জলদাপাড়া অভয়ারণ্যে বন দফতর নতুন 'ট্রি টপ প্ল্যান্টেশন' প্রকল্প শুরু করেছে, যেখানে গাছের চারা উঁচু গাছের ডালে বসিয়ে সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড প্রযুক্তির সাহায্যে ফলহীন গাছ চিহ্নিত করা হচ্ছে।

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

‘…দুর্নীতিগ্রস্তদের পেশিশক্তির আস্ফালন’! মমতাকে চিঠি লিখে সাংসদপদ ও রাজনীতি ছাড়লেন জহর সরকার

আরজি কর হাসপাতালের ঘটনার প্রতিবাদে তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা একটি চিঠিতে তিনি ঘটনার বিরুদ্ধে সরকারে নেওয়া পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন।

অপরাজিতা বিলের সমালোচনায় সরব সমাজকর্মী ও আইনজীবীরা, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি

অপরাজিতা বিলের মৃত্যুদণ্ড সংক্রান্ত ধারা নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের তীব্র প্রতিবাদ। বিলটিকে অমানবিক ও অসাংবিধানিক বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফের ‘রাত দখল’-এর ডাক

আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে ফের ‘রাত দখল’-এর ডাক দিলেন রিমঝিম সিংহরা। আগামী রবিবার এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত প্রতিবেদন পড়ুন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?