কলকাতা: সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের একটি অনুষ্ঠানে বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ল ইমাম-মোয়াজ্জেমদের সরকারি ভাতা। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, “সংখ্যালঘুদের ভাগাভাগি করতে বিজেপি টাকা দিচ্ছে”।
এ দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর একটি সমাবেশে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “আমার ক্ষুদ্র সামর্থের মধ্যে ইমাম ও মোয়াজ্জেমদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিলাম”। এ ছাড়া মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। ঘর আবার করে দেবে রাজ্য সরকার
এ দিনের অনুষ্ঠান থেকেই ইমাম-মোয়াজ্জেম-পুরোহিতদের ৫০০ টাকা অতিরিক্ত ভাতা দেওয়ার ঘোষণা করলেন মমতা। এতদিন ইমামরা মাসে ২,৫০০ টাকা করে ভাতা পেতেন। সেটা বেড়ে হল ৩,০০০ টাকা। আর মোয়াজ্জেমরা ভাতা পেতেন মাসে ১,০০০ টাকা করে। তাঁরা এ বার থেকে ১,৫০০ টাকা পাবেন। রাজ্যের প্রায় ৩০ হাজার ইমাম ও ২০ হাজার মোয়াজ্জেম সরকারের থেকে এই আর্থিক সুবিধা পান।
পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, ইমাম-মোয়াজ্জেম বা সংখ্যালঘুরা ঋণ নিয়ে ব্যবসা করতে চাইলে ৫ লক্ষ টাকার গ্যারান্টার হবে সরকার। সরকারই ঋণ জোগাড় করে দেবে। তিনি আরও ঘোষণা করেন, পুরোহিতদেরও মাসিক ভাতা ১,০০০ টাকা থেকে বেড়ে হবে ১,৫০০।
পাশাপাশি, মুখ্যমন্ত্রীর অভিযোগ, “আমার কাছে খবর আছে, বিজেপির কিছু নেতা সংখ্যালঘুদের ভাগাভাগি করার জন্য ক্যাশমানিও তুলে দিচ্ছে। ইমাম-মোয়াজ্জেমদের বলব, যে দুশমনরা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে আপনাদের মধ্যে বিভেদ তৈরি করবে। তাদের থেকে দূরে থাকুন। বাংলায় দাঙ্গা লাগাতে দেবেন না। বাংলায় শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে”।
আরও পড়ুন: ‘ডিবুস্টিং’ সফল, কবে কখন ‘চন্দ্রযান ৩’ নামবে তা জানিয়ে দিল ইসরো, পাঠাল ছবি