ডিএ ধর্মঘট রুখতে কড়া পদক্ষেপ, বিজ্ঞপ্তি নবান্নর

0

কলকাতা: মহার্ঘ ভাতা (DA) নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের প্রশাসনিক ধর্মঘট রুখতে কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। নির্দেশিকায় বলা হয়েছে, শুক্রবার সমস্ত সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলা রাখতে হবে এবং প্রত্যেক কর্মচারীকে কাজে যোগ দিতে হবে।

বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীদের একটি অংশ। ইতিপূর্বেই সরকারি তারা ‘পেনডাউন’-এর ডাক দিয়েছিল। এ বার আরও সুর চড়াচ্ছেন আন্দোলনকারীরা। আগামীকাল রাজ্য জুড়ে সরকারি অফিসগুলিতে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। জরুরি পরিষেবা ছাড়া সরকারি কর্মচারীরা কোনো কাজ করবেন না বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে যৌথ মঞ্চ।

বৃহস্পতিবার অর্থ দফতরের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্দিষ্ট কারণ না দেখিয়ে শুক্রবার কোনো সরকারি কর্মচারী ছুটি নিতে পারবেন না। স্কুল-কলেজ-সহ যাবতীয় সরকারি এবং সরকার পোষিত প্রতিষ্ঠান ওই দিন পূর্ণ সময় খোলা থাকবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

এমনকী কেউ অর্ধদিবস ছুটিও নিতে পারবেন না। শুক্রবার প্রত্যেক সরকারি কর্মচারীকে গোটা দিন ডিউটিতে থাকতে হবে। সেটা না করলে সরকারি কর্মচারীদের চাকরি জীবনে ছেদ পড়বে এবং একদিনের বেতন কাটা যাবে।

প্রসঙ্গত, এর আগে ২০ ও ২১ ফেব্রুয়ারি, দু’দিন ধরে কর্মবিরতির পর এ বার ধর্মঘটের ডাক দিয়েছে সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চ। সদ্য হয়ে যাওয়া রাজ্য বাজেটে ৩ শতাংশ ডিএ বাড়ানোর পরও সরকারি কর্মীদের আন্দোলনে ইতি পড়েনি। কারণ, নয়া হারে ডিএ ঘোষণার পরও কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক অনেকটাই বেশি। প্রাপ্য না মিটলে আন্দোলনের রাস্তা থেকে সরে আসবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের যৌথ মঞ্চ।

আরও পড়ুন: জেলায় জেলায় বৃষ্টি, সকালে আকাশের মুখভার কলকাতায়

dailyhunt

খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

বিজ্ঞাপন