Homeখবররাজ্যদীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও...

দীর্ঘ আন্দোলনের পর খাটালমুক্ত ডানকুনি খাল! ১৮ কোটি টাকায় সংস্কার, সবুজায়ন ও পার্ক তৈরির পরিকল্পনা

প্রকাশিত

দীর্ঘ আন্দোলন, মামলার লড়াই ও আদালতের নির্দেশে অবশেষে নতুন রূপ পেল ডানকুনি খাল। অবৈধ খাটালের দখলমুক্ত করে প্রায় ১৮ কোটি টাকার প্রকল্পে খাল সংস্কার শুরু করেছে প্রশাসন। একসময় খালজুড়ে জমে থাকা গরু-মহিষের বর্জ্য খালকে স্থায়ীভাবে ভরাট করে রাখত। ফলে খাল থেকে জল বেরোতে না পেরে বর্ষাকালে আশপাশের পঞ্চায়েত ও পৌর এলাকা জুড়ে জলাবদ্ধতা দেখা দিত।

ইস্টার্ন এনভায়রনমেন্ট কোর্টে অভিযোগ দায়ের এবং পরে সুপ্রিম কোর্টে মামলা হওয়ার পর প্রায় ১০৪টি অবৈধ খাটাল উচ্ছেদের নির্দেশ আসে। প্রশাসন সেই নির্দেশ মেনে খাল পরিষ্কার করে তার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দেয়। বর্তমানে খালের দুই ধারে মাটি সমতল করে সবুজায়ন ও পার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। লক্ষ্য, এলাকাটিকে একটি সবুজ অঞ্চল বা গ্রিন জোনে পরিণত করা।

গত রবিবার খালের ধারে পরিবেশকর্মী, প্রাণীপ্রেমী, ডানকুনি পৌরসভার চেয়ারপার্সন হাসিনা শবনম, ভাইস-চেয়ারম্যান প্রকাশ রাহা-সহ বহু প্রকৃতিপ্রেমী একত্রিত হন। আলোচনায় Save Tree, Save World-এর সম্পাদক মাবুদ আলি, প্রাণীপ্রেমী সুরজিৎ সেন এবং সবুজ মঞ্চের হুগলি জেলা আহ্বায়ক গৌতম সরকার খালের সৌন্দর্যায়নের জন্য অতিরিক্ত পরিকল্পনার প্রস্তাব দেন। তাদের মধ্যে অন্যতম ছিল খালের স্বচ্ছ জলে নৌকাবিহার চালু করা।

পৌরসভার চেয়ারপার্সন সবুজায়ন, সৌন্দর্যায়ন এবং পার্ক তৈরির প্রস্তাবকে স্বাগত জানান। তিনি জানান, এখানে নানা প্রজাতির বৃক্ষ ও ফুলগাছ রোপণ করে এক মনোরম পরিবেশ তৈরি করা হবে। এর ফলে এলাকায় বাতাস আরও সতেজ হবে, আর শীতকালে বিরল প্রজাতির পরিযায়ী পাখিরা এই খালের ধারে আশ্রয় নিতে পারে বলে আশাবাদী পরিবেশকর্মীরা।

এই প্রতিবেদনটিও পড়তে পারেন: কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের দাপট, ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল লাল-হলুদ

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে দুরন্ত জয় পেল ইস্টবেঙ্গল। নসিব রহমান, পিভি বিষ্ণু ও গুইতের গোলে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারাল বিনো জর্জের দল।

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জু কমিটি

আলিপুর চিড়িয়াখানায় ২৪ ঘণ্টায় দুই বাঘিনীর মৃত্যু, তদন্তে নামল সেন্ট্রাল জ়ু কমিটি

‘উই ফুল ইউ’ পোস্টারে মোদি-শাহ-যোগী, সমালোচনার ঝড়ে আইআইটি বম্বের কর্মশালা

দক্ষিণ এশিয়ার পুঁজিবাদ নিয়ে কর্মশালার পোস্টারে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ ও যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্ক। IIT Bombay-সহ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ইভেন্ট ঘিরে সমালোচনা তুঙ্গে।

আরও পড়ুন

নেপালে উত্তেজনা, ইন্দো-নেপাল সীমান্তে কড়া নিরাপত্তা; মমতার নির্দেশে জরুরি বৈঠক

নেপালের অস্থির পরিস্থিতিতে ইন্দো-নেপাল সীমান্তে কড়া নজরদারি। মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে এসএসবি ও রাজ্য পুলিশের উচ্চপর্যায়ের বৈঠক। সতর্ক সব থানাও।

দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টি, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি

শুষ্ক আবহাওয়ার পর দক্ষিণবঙ্গে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা। কলকাতাসহ আট জেলায় বজ্রঝড়ের সতর্কতা। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিঙে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

রোগীমৃত্যুর পর আর দেহ আটকে রাখা যাবে না, কড়া নির্দেশ স্বাস্থ্য কমিশনের

রোগীমৃত্যুর পর পাঁচ ঘণ্টার মধ্যে দেহ ছাড়তেই হবে। টাকার কারণে মৃতদেহ আটকে রাখলে হাসপাতালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, এমনকি লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি স্বাস্থ্য কমিশনের।