টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। ধস নেমেছে একাধিক জায়গায়, ফলে বন্ধ করে দেওয়া হয়েছে ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ। সিকিম ও উত্তরবঙ্গে গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি চলছে। এই বৃষ্টির কারণে পাহাড়ে বিভিন্ন স্থানে ধস নেমেছে এবং বহু বাড়িঘর ভেঙে গিয়েছে।
সোমবারই জানা গিয়েছিল যে, একটি গ্রামে পর পর আটটি বাড়ি ধসে পড়েছে। সেই ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন এবং বহু মানুষ এখনও নিখোঁজ। সিকিম জুড়ে এখনও উদ্ধারকাজ চলছে এবং ধসে ভেঙে পড়া বাড়ির নিচে অনেকেই আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।
গরমের সময় কিছুটা স্বস্তি পেতে সিকিমে ঘুরতে যান বহু মানুষ। কিন্তু এখন সিকিমে অনেক পর্যটক আটকে রয়েছেন। এর মধ্যেই প্রশাসন থেকে দুঃসংবাদ এসেছে যে, সিংতামে টানা বৃষ্টির জেরে ধস নেমেছে এবং এর ফলে বন্ধ করে দেওয়া হয়েছে সিকিম-বাংলা সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক। এই সড়কটি রাজ্য থেকে সিকিম যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় অনেক মানুষ বিপাকে পড়েছেন। জাতীয় সড়কের দুই ধারে গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে, ফলে পর্যটকেরা কীভাবে যাবেন বা আসবেন তা ভেবে পাচ্ছেন না। ধস সরানোর কাজ ইতিমধ্যেই শুরু করা হয়েছে।
কালিম্পংয়ের জেলাশাসক বালাসুব্রহ্মণ্যন জানিয়েছেন, ১০ নম্বর জাতীয় সড়ক বাংলার দিক থেকে খোলা রয়েছে এবং যান চলাচলও অব্যাহত রয়েছে।
সরকার এবং স্থানীয় প্রশাসন দ্রুত সমস্যার সমাধানের জন্য কাজ করছে। পর্যটকদের নিরাপত্তা ও দ্রুত উদ্ধারকাজের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।