কলকাতা: শেষমেশ জট কাটিয়ে শপথ নিতে কলকাতায় এলেন ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়। রাজভবন ও পরিষদীয় মন্ত্রীর ডাকে কলকাতা এসেছেন তিনি। শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজভবনেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণ নিয়ে নানা টালবাহানা দেখেছে রাজ্য-রাজনীতি। অবশেষে জানা যায়, নির্মলচন্দ্রকে শপথগ্রহণ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্য দিকে, বিধানসভা সূত্রে খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরিবর্তে উপস্থিত থাকতে পারেন বিধানসভায় শাসকদলের উপ-মুখ্য সচেতক তাপস রায়।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে তিনি শপথ নিতে পারেননি। মূলত রাজ্য ও রাজ্যপালের সংঘাতের জেরে তিনি শপথ নিতে পারেননি। গত শনিবার নির্মলচন্দ্রকে শপথগ্রহণ করাতে চেয়ে তাঁর ধূপগুড়ির বাড়িতে চিঠিও পাঠানো হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু শেষ পর্যন্ত পরিষদীয় দফতর সেই শপথগ্রহণের অনুমোদন না দেওয়ায় নতুন বিধায়কের শপথ আটকে যায়। তার পরেও রাজ্যপাল স্বয়ং তফসিলি বিধায়ককে শপথগ্রহণ করাতে চেয়ে রাজ্যকে চিঠি দেন। কিন্তু স্পিকার চেয়েছিলেন, বিধানসভায় এসে ধূপগুড়ির বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়ে যান রাজ্যপাল। শেষমেশ বৃহস্পতিবার রাজভবন সূত্রে জানা যায়, রাজ্যপাল নিজেই ধূপগুড়ির তৃণমূল বিধায়ককে শপথগ্রহণ করাবেন রাজভবনে।
ফলে অবশেষে শনিবার শপথ নেবেন নির্মলচন্দ্র। বিষয়টি নিশ্চিত হতেই, শুক্রবার সকালে নির্মলবাবু সপরিবারে বাগডোগরা বিমানবন্দরে যান। সেখান থেকে বিমানে কলকাতায় পৌঁছোন। ঘটনায় প্রকাশ, কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে নির্মলচন্দ্র গাড়ি পাননি। শেষ পর্যন্ত তিনি অ্য়াপ ক্যাব ভাড়া করে বিমানবন্দর চত্বর থেকে বের হন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধূপগুড়ির নির্বাচনকে ঘিরে যেমন পরতে পরতে ছিল নানা ঘটনা। তেমনই শপথগ্রহণকে কেন্দ্র করে একপ্রস্থ নাটক হতে চলেছে। শপথগ্রহণ নিয়ে রাজ্য-রাজভবন টানাপড়েনের প্রেক্ষিতে স্পিকার এবং পরিষদীয় মন্ত্রীর ‘গরহাজির’ থাকাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: কলকাতা লিগ: সুপার সিক্সের ম্যাচে হারল মোহনবাগান, লিগ চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক মহামেডানের