Homeখবররাজ্যশনিবার শপথ নিচ্ছেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র, রাজভবনের অনুষ্ঠানে যাবেন কি স্পিকার?

শনিবার শপথ নিচ্ছেন ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র, রাজভবনের অনুষ্ঠানে যাবেন কি স্পিকার?

প্রকাশিত

কলকাতা: শেষমেশ জট কাটিয়ে শপথ নিতে কলকাতায় এলেন ধূপগুড়ি উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক নির্মলচন্দ্র রায়। রাজভবন ও পরিষদীয় মন্ত্রীর ডাকে কলকাতা এসেছেন তিনি। শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজভবনেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

নবনির্বাচিত বিধায়কের শপথগ্রহণ নিয়ে নানা টালবাহানা দেখেছে রাজ্য-রাজনীতি। অবশেষে জানা যায়, নির্মলচন্দ্রকে শপথগ্রহণ করাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অন্য দিকে, বিধানসভা সূত্রে খবর, শপথগ্রহণ অনুষ্ঠানে থাকছেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পরিবর্তে উপস্থিত থাকতে পারেন বিধানসভায় শাসকদলের উপ-মুখ্য সচেতক তাপস রায়।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল। কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে তিনি শপথ নিতে পারেননি। মূলত রাজ্য ও রাজ্যপালের সংঘাতের জেরে তিনি শপথ নিতে পারেননি। গত শনিবার নির্মলচন্দ্রকে শপথগ্রহণ করাতে চেয়ে তাঁর ধূপগুড়ির বাড়িতে চিঠিও পাঠানো হয়েছিল রাজভবনের তরফে। কিন্তু শেষ পর্যন্ত পরিষদীয় দফতর সেই শপথগ্রহণের অনুমোদন না দেওয়ায় নতুন বিধায়কের শপথ আটকে যায়। তার পরেও রাজ্যপাল স্বয়ং তফসিলি বিধায়ককে শপথগ্রহণ করাতে চেয়ে রাজ্যকে চিঠি দেন। কিন্তু স্পিকার চেয়েছিলেন, বিধানসভায় এসে ধূপগুড়ির বিধায়ককে শপথবাক্য পাঠ করিয়ে যান রাজ্যপাল। শেষমেশ বৃহস্পতিবার রাজভবন সূত্রে জানা যায়, রাজ্যপাল নিজেই ধূপগুড়ির তৃণমূল বিধায়ককে শপথগ্রহণ করাবেন রাজভবনে।

ফলে অবশেষে শনিবার শপথ নেবেন নির্মলচন্দ্র। বিষয়টি নিশ্চিত হতেই, শুক্রবার সকালে নির্মলবাবু সপরিবারে বাগডোগরা বিমানবন্দরে যান। সেখান থেকে বিমানে কলকাতায় পৌঁছোন। ঘটনায় প্রকাশ, কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে নির্মলচন্দ্র গাড়ি পাননি। শেষ পর্যন্ত তিনি অ্য়াপ ক্যাব ভাড়া করে বিমানবন্দর চত্বর থেকে বের হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ধূপগুড়ির নির্বাচনকে ঘিরে যেমন পরতে পরতে ছিল নানা ঘটনা। তেমনই শপথগ্রহণকে কেন্দ্র করে একপ্রস্থ নাটক হতে চলেছে। শপথগ্রহণ নিয়ে রাজ্য-রাজভবন টানাপড়েনের প্রেক্ষিতে স্পিকার এবং পরিষদীয় মন্ত্রীর ‘গরহাজির’ থাকাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: কলকাতা লিগ: সুপার সিক্সের ম্যাচে হারল মোহনবাগান, লিগ চ্যাম্পিয়ন হওয়ার হ্যাটট্রিক মহামেডানের

Advertisements
Claim Your Gift Card Now
- Advertisement -Claim Your Gift Card Now

সাম্প্রতিকতম

আমেরিকার প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেকেন্ড লেডি হতে চলেছেন উষা চিলুকুরি ভ্যান্স

ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্সের স্ত্রী উষা চিলুকুরি ভ্যান্স, প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন সেকেন্ড লেডি হওয়ার পথে। তার আদি নিবাস ভারতের অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম, যেখানে তার সাফল্যের জন্য প্রার্থনা চলছে।

পোস্তায় জগদ্ধাত্রী পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বুধবার কলকাতার পোস্তায় মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই চন্দননগরের...

ছটপুজোতে গঙ্গাকে দূষণমুক্ত করতে ‘গঙ্গা উৎসব’ হয়ে গেল ফলতায়

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,ফলতা : দীপাবলি শেষ হতে চলে এল আরেক উৎসব ছটপুজো। এখন রাজ্যে মহাসমারোহে...

আটকানো যায় সিলিংয়ে, বিশ্বের প্রথম আরজিবি লেজার প্রযুক্তির প্রোজেক্টর আনল ViewSonic

সিঙ্গল স্ক্রিন হোক কিংবা মাল্টিপ্লেক্স, আর যেতে হবে না সিনেমাহলে। এ বার ঘরই হয়ে...

আরও পড়ুন

পারদ স্বাভাবিকের কাছাকাছিই, তবুও ‘শীত না পড়া’ নিয়ে হইচই!

শ্রয়ণ সেন সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, যেটা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন...

চার্জশিটকে হাতিয়ার করে এবার সিবিআইয়ের উদ্দেশে ১০ প্রশ্ন জুনিয়র ডাক্তারদের

খবর অনলাইনডেস্ক: আরজিকর কাণ্ডে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে, তার প্রেক্ষিতে এ বার জুনিয়র...

ময়দানের ইতিহাসে নজিরবিহীন ঘটনা, তৃণমূল প্রার্থীর হয়ে ‘প্রচারে’ তিন প্রধানের কর্তারা

খবরঅনলাইন ডেস্ক: আরজি কর কাণ্ডকে কেন্দ্র করে এককাট্টা হয়েছিলেন মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডানের সমর্থকরা।...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে