Home খবর রাজ্য শোকজের চাপে দুঃখপ্রকাশ করেও অবস্থানে অনড় দিলীপ ঘোষ

শোকজের চাপে দুঃখপ্রকাশ করেও অবস্থানে অনড় দিলীপ ঘোষ

0

ভাঙবেন তবু মচকাবেন না দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে কুরুচিকর মন্তব্য ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে।  রাতে চিঠি দিয়ে সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এই ধরনের মন্তব্যের নিন্দা করেছেন। দিলীপ ঘোষকে কারণ দর্শাতে বলা হয়েছে। 

নিজের মন্তব্যের জন্য বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দুঃখপ্রকাশ করেছেন। তবে শুভেন্দু অধিকারীকে তৃণমূলের আক্রমণ প্রসঙ্গে তুলে পাল্টা তোপ দেগেছেন তিনি।

রাতেই দিলীপ ঘোষকে শোকজ নোটিশ পাঠায় বিজেপি। তাতে লেখা হয়,, ‘মাননীয় দিলীপ ঘোষ, আপনার মন্তব্য অত্যন্ত অশোভনীয় এবং অসংসদীয়। বিজেপি এই ধরনের সংস্কৃতি বহন করে না। আপনার বক্তব্যের তীব্র নিন্দা করছে দল। বিজেপির সর্বভারতীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডার নির্দেশ অনুযায়ী যত দ্রুত সম্ভব আপনার এই আচরণের ব্যাখ্যা দিন।’

পড়ুন। ফের কুকথা দিলীপ ঘোষের, নাম না করে মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে কটা

অবশ্য বুধবার সকালে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেও অলআউট খেলেন দিলীপ। তিনি বলেন, ‘আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে। দলও বিষয়টি নিয়ে বলেছে। এর জন্য আমি দুঃখিত। আমার দলের নেতা শুভেন্দু অধিকারীর নামে ও তাঁর পরিবারের নামে ওরা যা খুশি বলবে, গালাগালি করবে কেন? তখন তৃণমূলের কেউ প্রতিবাদ করে না। পুরুষ বলে কি তাঁর ও তাঁর বাবার কোনও সম্মান নেই? শুভেন্দুর বাবা একজন বরিষ্ঠ রাজনীতিবিদ। কেবল মহিলা বলে তাঁর সম্মানের প্রশ্ন উঠবে?’ দলের শোকজ নোটিশ দিয়ে দিলীপ বলেন, ‘অফিসিয়াল চিঠির জবাব আমি অফিসিয়ালি দেব।’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version