জাতীয় স্তরে বিজেপির সাংগঠনিক পদের নতুন তালিকা প্রকাশ। নয়া তালিকায় নাম নেই দিলীপ ঘোষের। কী কারণে নাম নেই দিলীপের? আপাতত তাই নিয়েই চলছে জল্পনা।
এ বার কি মন্ত্রিত্বে?
শনিবার সকালে সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা যে নতুন কমিটি ঘোষণা করেছেন তাতে দিলীপের নাম নেই। তালিকা থেকে দিলীপের নাম বাদ পড়তেই শুরু হয়েছে জল্পনা। লোকসভা ভোটের আগে আরেক বার মন্ত্রীসভায় রদবদল করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি-র একটি সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রীসভায় হয়তো জায়গা পেতে চলেছেন তিনি।
বিতর্কিত মন্তব্যের অভিযোগ
দলের সর্বভারতীয় সহ-সভাপতি হওয়ার আগে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। তারপর তাঁকে জাতীয় রাজনীতিতে জায়গা করে দেয় গেরুয়া শিবির। একটি সূত্র বলছে, বার বার তাঁর মুখে লাগাম পরানোর চেষ্টা সত্ত্বেও দিলীপ তাতে কান দেননি। এই কারণেই তাঁকে দলীয় পদ থেকে সরানো হল। দলেই একাংশের অভিযোগ, বিতর্কিত মন্তব্য করে তিনি দলের ‘অনুশাসন’ মানছিলেন না।
লোকসভা ভোটে দায়িত্ব
সামনে লোকসভা ভোট। কেন্দ্রীয় দায়িত্ব থেকে অব্যাহতি মেলায় নিজের সংসদীয় এলাকায় বেশি সময় দিতে পারবেন তিনি। তা ছাড়া এর আগে, ২০১৯ সালের লোকসভা ভোটে দিলীপের সভাপতিত্বেই রাজ্যে ১৮ সাংসদ পেয়েছিল বিজেপি। এক সংবাদমাধ্যমে দিলীপ নিজেই জানান, বিজেপির শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন, যাঁরা লোকসভা নির্বাচনে অংশ নেবেন, তাঁদের কর্মসমিতিতে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ‘সত্য খুঁজতে’ মণিপুরে বিরোধী জোটের ২১ প্রতিনিধি, পাল্টা বিজেপি-র