কলকাতা: ফের সন্দেশখালিতে ইডি। বুধবার ভোরসকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে রেশন দুর্নীতিতে অভিযুক্ত নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে উপস্থিত ইডি আধিকারিকরা।
এর আগে সন্দেশখালিতে তদন্তে গিয়ে হামলার মুখে পড়তে হয়েছিল ইডি আধিকারিকদের। ইডি-র ওপর হামলার পর প্রায় তিন সপ্তাহ হতে চলল! সেই থেকে শিক্ষা নিয়ে এ বার প্রস্তুতি নিয়ে এসেছে ইডি। তল্লাশির আগাম খবর দেওয়া হয়েছে জেলা পুলিশকে।
এ দিন সরবেড়িয়ায় পৌঁছে শেখ শাহজাহানের বাড়ি ঘিরে ফেলা হয়। জওয়ানরা ঘিরে ফেলে তৃণমূল নেতার বাড়ি। শাহজাহানের বাড়িতে এ দিনও তালা লাগানো ছিল। বার বার ডাকাডাকি করায় বাড়ির ভিতর থেকে এক জন বাইরে বেরিয়ে আসেন। তাঁর কাছে চাবি চাওয়া হলে তিনি জানান, তাঁর কাছে চাবি নেই। এর পরেই তালা ভাঙার জন্য দু’জন চাবিওয়ালাকে ডেকে পাঠায় ইডি। তাঁদের সাহায্যেই বেশ কিছু ক্ষণ ধরে চলে তালা ভাঙার প্রক্রিয়া। অবশেষে সকাল পৌনে আটটা নাগাদ শেখ শাহজাহানের বাড়িতে ঢোকেন ইডির ছ’জন আধিকারিক।
এ দিন ভোর সাড়ে ৪টে নাগাদ সিআরপিএফ ক্যাম্প থেকে ৩০টির বেশি গাড়ি নিয়ে ভোজেরহাট ব্রিজ ক্রস করে বাম দিকে বাসন্তী হাইওয়ে ধরে এগোয় ইডি আধিকারিকদের কনভয়। এরপর ঘটকপুকুর ক্রস করে মালঞ্চ দিকে এগোয় কনভয়। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রয়েছে রাজ্য পুলিশও। লাঠি হেলমেট শিল্ড এবং কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত তারা।
গত ৫ জানুয়ারি ইডি হানা দিয়েছিল শাহজাহান শেখের বাড়িতে। এখনও অধরা সন্দেশখালির দাপুটে তৃণমূল নেতা শেখ শাহজাহান। তবে ঘটনার পরের দিনই প্রকাশ্যে এসেছিল শেখ শাহজাহানের অডিওবার্তা, যেখানে অন্তরাল থেকে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কথা বলেছিলেন তিনি।
আরও পড়ুন: কুলতলির কাঁটামারির বেহাল জেটির দ্রুত সংস্কারের দাবি