Homeখবররাজ্যমাইথন-পাঞ্চেত থেকে জল ছাড়ছে ডিভিসি, রাজ্যের চার জেলায় বন্যার আশঙ্কা ...

মাইথন-পাঞ্চেত থেকে জল ছাড়ছে ডিভিসি, রাজ্যের চার জেলায় বন্যার আশঙ্কা  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের সাত জেলায় মঙ্গলবার বন্যা নিয়ে সতর্কতা জারি হওয়ার এক দিন পরে ডিভিসি (দামোদর ভ্যালি কর্পোরেশন) মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৯০ হাজার কিউসেক জল ছেড়েছে। ফলে রাজ্যের চার জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

রাজ্যের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের অববাহিকা অঞ্চলে লাগাতার প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে মঙ্গলবার সাত জেলায় বন্যা-সতর্কতা জারি করা হয়। এই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূম।

এর পর পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে ডিভিসি জল ছাড়ার ফলে রাজ্যের চারটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্য সেচ ও জলপথ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, তাঁরা বাঁধ থেকে জল ছাড়ার ব্যাপারে ডিভিসি ও ঝাড়খণ্ড সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এবং পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছেন। তবে আবহাওয়ার যা পূর্বাভাস তাতে, পরে দফায় দফায় আরও জল ছাড়তে হতে পারে।

ইতিমধ্যে নিম্নচাপের ফলে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়ে চলেছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার খবর এসেছে কোচবিহার, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, জলপাইগুড়ি, কালিম্পং, পুরুলিয়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি চলতে পারে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে।

আবহাওয়া দফতর কী বলছে

মঙ্গলবার আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে, “গতকালের নিম্নচাপ অঞ্চল এখন দক্ষিণপূর্ব ঝাড়খণ্ড ও তার আশপাশের অঞ্চলে কেন্দ্রীভূত রয়েছে। আগামী দু’-তিন দিন পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি পূর্ব দিকে যেতে পারে।” ফলে বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে।

বুলেটিনে আরও বলা হয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, দক্ষিণ ২৪ পরগণা ও মুর্শিদাবাদ জেলায় বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের সব জেলাতেই বুধবার এবং বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের বুলেটিনে বলা হয়েছে।

আবহাওয়া দফতর বলেছে, বঙ্গোপসাগরে এখনই আর-একটি নিম্নচাপ পরিস্থিতির তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এখন যে নিম্নচাপ পরিস্থিতি রয়েছে তা চলে না যাওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কবে এখান থেকে মৌসুমী বায়ু বিদায় নেবে।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

লেক ফেটে বাঁধ ভাঙল তিস্তায়, ভয়ংকর দুর্যোগ সিকিমে, ২৩ সেনা জওয়ান নিখোঁজ, বন্যার আশঙ্কা উত্তরবঙ্গে

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

আরও পড়ুন

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।