Homeখবররাজ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ, দ্রুত ভর্তি করানো হল হাসপাতালে

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ, দ্রুত ভর্তি করানো হল হাসপাতালে

প্রকাশিত

কলকাতা: আলিপুরের একটি বেসরকারি হাসপাতালের ৫১৬ নম্বর কেবিনে আইসিইউ-তে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে শনিবার বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে ভুগছেন বুদ্ধদেববাবু। গত কয়েক দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট ছিল তাঁর।  সকাল থেকে রক্তে অক্সিজেনের মাত্রা ৭০-এর নীচে নেমে যায়, সঙ্গে শ্বাসকষ্ট। তাঁকে হাসপাতালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি হয়।

এ দিন সকাল থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় বিকেলে। বালিগঞ্জের পাম অ্যাভিনিউ থেকে গ্রিন করিডর করে তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্য পৌঁছনোর আগে পৌঁছে যান তাঁর স্ত্রী ও মেয়ে। তাঁদের সঙ্গে কথা বলেই করা হবে যাবতীয় চিকিৎসা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, “গত কয়েকদিন ধরেই ওঁর শরীর খানিক অসুস্থ। চিকিৎসকদের পরামর্শ মতো হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্বেগের কিছু নেই। পরামর্শ অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে।”

হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। রক্তে অক্সিজেন বিপজ্জনক মাত্রায় নেমে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে হাসপাতাল থেকে এখনও পর্যন্ত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি। ফলে শারীরিক অবস্থা কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট নয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে ইতিমধ্যেই সি-প্যাপ সাপোর্ট দেওয়া হয়েছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল টিমে রয়েছেন পালমোনোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ। রয়েছেন মেডিসিনের চিকিৎসকেরাও।

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার আপডেট দেখুন এখানে: খবরঅনলাইন

সাম্প্রতিকতম

তেলঙ্গনায় মুখ্যমন্ত্রীর দৌড়ে রেবন্ত রেড্ডি, শপথ কবে

হায়দরাবাদ: তেলঙ্গনার পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন রেবন্ত রেড্ডি। কার্যত তাঁর নেতৃত্বেই বিআরএস দুর্গে ফাটল...

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

মধ্যপ্রদেশ বিজেপির হাতেই, পদ্ম ফুটল রাজস্থান, ছত্তীসগঢ়েও! তেলঙ্গনায় মুখরক্ষা কংগ্রেসের

মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান ও তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোটগণনা রবিবার। সকাল ৮টার সময় শুরু হয়...

টি২০ সিরিজ: অক্ষরের বোলিং আর রিঙ্কুর ব্যাটিং-এ ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দখল ভারতের  

ভারত: ১৭৪-৯ (রিঙ্কু সিং ৪৬, যশস্বী জয়সোয়াল ৩৭, বেন ডোয়ারসুইশ ৩-৪০, তনবীর সংঘ ২-৩০) অস্ট্রেলিয়া:...

আরও পড়ুন

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড় হচ্ছে মিগজাউম, পশ্চিমবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের সরাসরি প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। তবে ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায়...

থমকে আছে শীতের আমেজ, পথের কাঁটা ঘূর্ণিঝড় পরিস্থিতি

কলকাতা: শীত পড়ার মুখে বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর জানাচ্ছে, আন্দামান সাগরের...

ডুয়ার্সের জঙ্গলে হাতির মৃত্যু, মালগাড়ির ধাক্কায় প্রাণ গেল মা ও দুই শাবকের

নিজস্ব প্রতিনিধি: ডুয়ার্সের জঙ্গল ভেদ করে যাওয়া রেললাইনে মালগাড়ির ধাক্কায় ফের মৃত্যু হল হাতির।...