Homeখবররাজ্যজোরালো পৃথক রাজ্যের দাবি, জিটিএ ছাড়ল মোর্চা

জোরালো পৃথক রাজ্যের দাবি, জিটিএ ছাড়ল মোর্চা

প্রকাশিত

এ বার জিটিএ চুক্তি থেকে স্বাক্ষর প্রত্যাহার করল গোর্খা জনমুক্তি মোর্চা। জিটিএ নয়, ফের পৃথক রাজ্যের দাবিতে সরব মোর্চা। যার জেরে জিটিএ থেকে বেরিয়ে গেল মোর্চা। এ ব্যাপারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে মোর্চা।

২০১১ সালে কেন্দ্র-রাজ্য ও মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি হয়। শিলিগুড়ির পিন্টেল ভিলেজে কেন্দ্র, রাজ্য এবং গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়েছিল। সেই চুক্তি খারিজের দাবিতে চিঠি দিয়েছেন বিমল গুরুংরা। পৃথক রাজ্যের দাবিতে গোর্খা জনমুক্তি মোর্চাকে সমর্থন জানিয়েছে হামরো পার্টি।

আনুষ্ঠানিক ভাবে জিটিএ ছাড়ার সিদ্ধান্ত আজ, শুক্রবার ঘোষণা করেছেন মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি। শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে রোশন গিরির দাবি, জিটিএ তৈরি করা হয়েছিল পাহাড়ে গোর্খা জনজাতির উন্নয়নের জন্য। মোর্চার তরফে সভাপতি বিমল গুরুংয়ের উপস্থিতিতে তিনি নিজে এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। কিন্তু সেখানে দেখা যাচ্ছে, এত বছরেও গোর্খাদের উন্নয়নের পক্ষে কোনো কাজ হয়নি। তাই জিটিএ থেকে বেরতে চায় গোর্খা জনমুক্তি মোর্চা।

অন্য দিকে, জিটিএ প্রধান অনীত থাপার বলেন, জিটিএ আর চুক্তি নয়, আইনে পরিণত হয়েছে, ভোটও হয়েছে। হেরে গিয়ে চুক্তি খারিজের দাবি অযৌক্তিক।

মোর্চার এই সিদ্ধান্তে আপাত ভাবে প্রশ্ন ওঠার কথা জিটিএ-র ভবিষ্যৎ নিয়ে। কিন্তু কেন্দ্র, রাজ্য ও পাহাড়ের এক রাজনৈতিক দলের সমর্থনে গঠিত হওয়া জিটিএর উপর এর প্রভাব আদৌ পড়বে কি না, সে সব প্রশ্নও রয়েছে। কারণ এই জিটিএ চুক্তি পরবর্তীকালে আইনে পরিবর্তিত হয়। ফলে চুক্তি প্রত্যাহারের ঘটনার কতটা যৌক্তিকতা রয়েছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আরও পড়ুন: জোশী মঠের ঘটনার পুনরাবৃত্তি মুসৌরিতে

সাম্প্রতিকতম

রাতের বেলায় মহিলাদের গ্রেফতারকে ‘অবৈধ’ বলা যাবে না, তবে মানতে হবে শর্ত: মাদ্রাজ হাইকোর্ট

মহিলাদের সূর্যাস্তের পর গ্রেপ্তারের আইনি বিধিনিষেধ নির্দেশিকা মাত্র, বাধ্যতামূলক নয় বলে রায় দিল মাদ্রাজ হাইকোর্ট। তবে, পুলিশকে যথাযথ কারণ ব্যাখ্যা করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশের শুরু হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’

গাজীপুরসহ সারাদেশে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসীদের ধরতে র‍্যাব, পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

যৌবন ধরে রাখতে চান? বিটরুটের রস হতে পারে আপনার গোপন অস্ত্র

সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে, বিটরুটের রস হতে পারে আপনার তারুণ্য ধরে রাখার গোপন অস্ত্র।

মেটায় বড়সড় ছাঁটাই: ৩,৬০০ কর্মী বরখাস্ত, এআই ব্যবহারে জোর সংস্থার

মেটা আগামী সোমবার থেকে ৩,৬০০ কর্মী ছাঁটাই করতে চলেছে। তবে সংস্থাটি মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের দ্রুত নিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে। ইউরোপের কয়েকটি দেশে স্থানীয় বিধিনিষেধের কারণে কর্মীদের ছাঁটাই করা হবে না।

আরও পড়ুন

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনে কে কত বিনিয়োগর প্রস্তাব দিলেন? বিরোধীরা কী বলছে বিরোধীরা

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গে তাদের বিনিয়োগের পরিমাণ ৫০ হাজার কোটি টাকা থেকে দ্বিগুণ করে ১ লক্ষ কোটি টাকায় উন্নীত করা হবে।

আবার ফিরছে শীত! দক্ষিণবঙ্গে কমবে ভোরের তাপমাত্রা

আবারও নামছে তাপমাত্রা দক্ষিণবঙ্গে। কলকাতায় ভোরের তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নামতে পারে, অন্যান্য জেলায় ১০-১২ ডিগ্রির সম্ভাবনা।

যত্রতত্র পানের পিক ফেললেই এবার মোটা জরিমানা, বাজেট অধিবেশনে বিল আনছে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গে যত্রতত্র পানের পিক ফেলার জন্য মোটা অঙ্কের জরিমানা করতে চলেছে রাজ্য সরকার। পাশাপাশি বিএসএফ-কে জমি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে