Homeখবররাজ্যসরকারি জমি ‘বেহাত’, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সতর্কতা বিদ্যুৎ অপচয় নিয়েও

সরকারি জমি ‘বেহাত’, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সতর্কতা বিদ্যুৎ অপচয় নিয়েও

প্রকাশিত

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে রাজ্যের আমলা এবং পুলিশদের উপর কড়া ভর্ৎসনা করেছেন। বৈঠকে সরকারি জমি ‘বেহাত’ হয়ে যাওয়া এবং বিদ্যুৎ ও পুর ও নগরোন্নয়ন দফতরের কাজের গতিপ্রকৃতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কীভাবে সরকারি জমি বেহাত হচ্ছে এবং পুলিশ কেন তা প্রতিরোধ করতে ব্যর্থ হচ্ছে, তা নিয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত পুরনিগমের মেয়র, বিভিন্ন দফতরের সচিব, অতিরিক্ত সচিব, জেলাশাসক এবং পুলিশকর্তারা। বেশির ভাগই ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন। নবান্ন সূত্রের খবর অনুযায়ী, ভূমি দফতরের কর্তাদের উপর মুখ্যমন্ত্রী বিশেষ ক্ষোভ প্রকাশ করেছেন। সরকারি জমি রক্ষার ক্ষেত্রে ভূমি দফতর ও পুলিশের দায়িত্বে ত্রুটি থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।

মোমিনপুর-ধর্মতলা মেট্রো জট কাটল, ময়দানে গাছ কাটা নিয়ে মামলা খারিজ হাইকোর্টে

বৈঠকের আনুষ্ঠানিক আলোচনার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কিছু বলেননি এবং বৈঠকে উপস্থিত কর্মকর্তারাও মুখ খোলেননি। তবে নবান্নের একাধিক সূত্র জানিয়েছে, এই বৈঠকের পর প্রশাসনে বেশ নাড়াচাড়া পড়েছে।

বিদ্যুৎ দফতরের অতিরিক্ত বিদ্যুতের বিল নিয়েও মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন। তার স্পষ্ট নির্দেশ, বিদ্যুতের বিল কমানোর জন্য দফতরের এসি ২৬ ডিগ্রির নীচে চালানো যাবে না। পাশাপাশি, সরকারি প্রতিটি ভবনের মাথায় সোলার প্যানেল বসানোর প্রস্তাব দেন তিনি। বৈঠকে মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী সুজিত বসু সহ বিভিন্ন দপ্তরের সচিবরা উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সকল দফতরকে আরও ভালোভাবে কাজ করার নির্দেশ দেন।

এই বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী প্রশাসনের প্রতিটি দফতরকে আরও সক্রিয় এবং দায়িত্বশীল হতে নির্দেশ দিয়েছেন, যাতে সরকারি সম্পত্তির সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা যায় এবং বিদ্যুৎ বিল কমানোর মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক সাশ্রয় হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।