Homeখবররাজ্য১৬ তারিখ থেকে বর্ষার দাপট, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও স্বস্তির ইঙ্গিত

১৬ তারিখ থেকে বর্ষার দাপট, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও স্বস্তির ইঙ্গিত

প্রকাশিত

বৃষ্টির জন্য এতদিন চাতকপাখির মতো অপেক্ষায় ছিল রাজ্যবাসী। অবশেষে মিলতে চলেছে স্বস্তি। পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ জুন (রবিবার) থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়বে। ইতিমধ্যেই মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গের একাংশে প্রবেশ করেছে। এবার তার সক্রিয়তার জেরে রাজ্যের দুই বঙ্গেই শুরু হবে বর্ষার দাপট।

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

সবচেয়ে বেশি প্রভাব পড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে ১৬ থেকে ১৮ জুনের মধ্যে একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদেরা। নদীর জলস্তর বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে সংশ্লিষ্ট প্রশাসনকে।

দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টি ও তাপমাত্রা পতনের সম্ভাবনা

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। ১৬ তারিখ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এই বৃষ্টির জেরে কয়েক দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ৩–৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে বলে মনে করছে আবহাওয়া দফতর।

চাষিদের জন্য বার্তা
আবহাওয়াবিদেরা চাষিদের উদ্দেশে জানিয়েছেন, এখনই নতুন বীজ বপন বা রোপণ না করাই ভালো। ভারী বৃষ্টির জেরে মাটি নরম হয়ে জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে, ফলে চারা নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। বরং বৃষ্টি কমার পর চাষের কাজ শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে।

পরিবহণ ও প্রশাসনিক সতর্কতা

অতি ভারী বৃষ্টির জেরে পাহাড়ি ও নদী সংলগ্ন এলাকায় সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর প্রস্তুতি নিতে শুরু করেছে। প্রয়োজন পড়লে স্থানীয় স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দীর্ঘ খরার পর বর্ষা রাজ্যে স্বস্তি আনলেও, তার সঙ্গে রয়েছে কিছু বিপদের সম্ভাবনাও। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের বার্তা দিচ্ছেন আবহাওয়াবিদেরা।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

ঘরামি-অনুষ্টুপের লড়াইয়ে রনজি ট্রফির ম্যাচে গুজরাতের বিপক্ষে সুবিধাজনক অবস্থায় বাংলা

কলকাতা: সুদীপ ঘরামির দ্বিতীয় টানা অর্ধশতক ও অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ধৈর্যশীল ইনিংসের দৌলতে গুজরাতের...

পাকিস্তানি জেনারেলকে ‘বিতর্কিত মানচিত্র’ উপহার দিয়ে ভারতের সঙ্গে সম্পর্কে অস্বস্তি সৃষ্টি করলেন মুহাম্মদ ইউনূস

ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মুহাম্মদ ইউনূস আবার কূটনৈতিক বিতর্কের কেন্দ্রে। এবার তিনি পাকিস্তানি সেনার...

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।