Home খবর রাজ্য মুর্শিদাবাদ-সহ চার জেলায় অশান্তি: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাই কোর্টের

মুর্শিদাবাদ-সহ চার জেলায় অশান্তি: কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাই কোর্টের

Calcutta High Court on RKM teacher recruitment

মুর্শিদাবাদে ওয়াকফ আইন (সংশোধনী) ইস্যুতে ঘটে যাওয়া অশান্তির প্রেক্ষিতে বড়সড় নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। রাজ্যের চার জেলায় — মুর্শিদাবাদ, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং কলকাতার কিছু অংশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ ডিভিশন বেঞ্চ।

এই ঘটনায় রাজ্য পুলিশের পদক্ষেপ যথেষ্ট নয় বলে অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সেই মামলার শুনানিতে রাজ্যের অবস্থানের পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় তথ্য উঠে আসে আদালতের দরবারে।

হাই কোর্টে রাজ্য জানায়, পুলিশের ডিজি রাজীব কুমার ইতিমধ্যেই মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন এবং সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহযোগিতা নেওয়া হচ্ছে। তবুও আদালত জানতে চায়, যেখানে বিএসএফের সাহায্য নেওয়া হচ্ছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনে আপত্তি কেন?

বিচারপতি সৌমেন সেন স্পষ্ট ভাষায় বলেন, “কেন্দ্রীয় বাহিনী রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করবে না। শুধুমাত্র পুলিশকে সহযোগিতা করবে।” আদালত আরও মনে করিয়ে দেয়, অতীতে ভোট-পরবর্তী হিংসার সময়ও একইভাবে বাহিনী মোতায়েন করা হয়েছিল।

রাজ্যের পক্ষ থেকে আইনজীবী অর্ক নাগ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ইতিমধ্যে ১৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় ৬ কোম্পানি বিএসএফ এবং প্রায় এক হাজার পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের আইজি, ডিআইজি পদমর্যাদার আধিকারিকেরা দায়িত্বে রয়েছেন এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

তবে শুভেন্দুর আইনজীবীর বক্তব্য, এলাকায় এখনও বোমাবাজি চলছে, এবং রাজ্যের পুলিশ যথেষ্ট হলেও কেন্দ্রীয় বাহিনীর সহায়তা জরুরি। আদালত তখন জানিয়ে দেয়, পুলিশকে অযোগ্য বলা হচ্ছে না, বরং বড় ধরনের অশান্তি ঠেকাতেই বাহিনী প্রয়োজন।

উল্লেখ্য, মুর্শিদাবাদে ওয়াকফ আইন নিয়ে চলা বিক্ষোভের জেরে গত কয়েক দিনে অশান্তি ছড়িয়েছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও সামনে এসেছে। বেসরকারি সূত্রের খবর, এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে, যদিও সরকারিভাবে তা নিশ্চিত করা হয়নি।

শুনানির এক পর্যায়ে আদালতের নজরে আসে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিতর্কিত মন্তব্যও। সব মিলিয়ে রাজ্যকে ৩০ মিনিট সময় দিয়ে সিদ্ধান্ত নিতে বলে আদালত। এরপর আদালত স্পষ্ট নির্দেশ দেয় — মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়।

পড়ুন: ওয়াকফ আইন ঘিরে উত্তাল বাংলা, গুলিবিদ্ধ ২, নজর মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরের সভায়

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version