Home খবর রাজ্য ওয়াকফ আইন ঘিরে উত্তাল বাংলা, গুলিবিদ্ধ ২, নজর মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরের সভায়

ওয়াকফ আইন ঘিরে উত্তাল বাংলা, গুলিবিদ্ধ ২, নজর মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরের সভায়

ওয়াকফ সংশোধনী আইন ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ সহ রাজ্যের একাধিক এলাকা। শুক্রবার বিকেল থেকে জঙ্গিপুর, ধুলিয়ান, রতনপুর, সুতি, সামশেরগঞ্জ, এমনকি দক্ষিণ ২৪ পরগনার আমতলাতেও ছড়িয়ে পড়ে অশান্তি। ধুলিয়ান এলাকায় ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ, ট্রাফিক পুলিশের অফিসে আগুন, সরকারি-বেসরকারি বাস, অ্যাম্বুল্যান্সে আগুন লাগানোর ঘটনায় চরম আতঙ্ক ছড়ায়।

অভিযোগ, স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম ও সাংসদ খলিলুর রহমানের বাড়িতেও হামলা চালানো হয়। ফরাক্কার এসডিপিও আক্রান্ত হন। ইটবৃষ্টি, বোমাবাজির মধ্যেই পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় বিএসএফ।

শনিবার সকাল থেকে ধুলিয়ান এলাকায় চলছে পুলিশ ও বিএসএফের যৌথ নজরদারি। সুতির সুজার মোড়, আমতলার মতো জায়গায় শুক্রবার বিকেল থেকেই অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। উত্তরবঙ্গ-দক্ষিণবঙ্গ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ব্যাহত হয় ট্রেন পরিষেবাও।

এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই গুলিবিদ্ধ হন দু’জন। তাঁদের মধ্যে একজন কিশোর বলে জানা গিয়েছে। অভিযোগ, পুলিশের গুলিতে আহত হয়েছে ওই নাবালক। ধুলিয়ানে একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। ধুলিয়ান পুরসভা ও বিধায়কের ভাই কাওসার আলির বাড়িতেও ভাঙচুরের অভিযোগ।

উত্তপ্ত কোন কোন জেলা? 

  • ধুলিয়ান (সামশেরগঞ্জ): সরকারি ট্র্যাফিক অফিস, বাস, অ্যাম্বুল্যান্সে আগুন। পুলিশ ও বিএসএফ মোতায়েন।
  • রতনপুর: ইটবৃষ্টি, বোমাবাজি, পুলিশ আধিকারিক আহত।
  • সুতি: ট্রেন চলাচল ব্যাহত, বোমার শব্দে আতঙ্ক।
  • সুজার মোড় (সুতি), আমতলা (দক্ষিণ ২৪ পরগনা): রাস্তা অবরোধ, সরকারি গাড়ি ভাঙচুর।
  • ফরাক্কা: এসডিপিও আহত।
  • ধুলিয়ান শহর: বিএসএফের গুলিতে আহত দুইজন, একজন নাবালক।

রাজ্যপালের স্বরাষ্ট্রমন্ত্রকে ফোন

স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘গোপন বৈঠক’ করেছেন বলে জানান তিনি। রাজ্যকে কড়া ব্যবস্থা নিতে বলেছেন রাজ্যপাল। তাঁর কড়া বার্তা, “প্রতিবাদ গণতান্ত্রিক অধিকার, কিন্তু আইন নিজের হাতে তোলা যাবে না। তাণ্ডব বরদাস্ত করা হবে না।”

রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের গ্রেফতার করা হচ্ছে। ভুল তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অবস্থান স্পষ্ট করবেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী বিল সংসদে পাশ হওয়ার পর থেকেই তার প্রতিবাদে সরব তৃণমূল কংগ্রেস। দলীয় সাংসদরা সংসদে বারবার এই বিল প্রত্যাহারের দাবি তুলেছেন। এবারে ওয়াকফ আইন বিরোধী জনমতকে একত্রিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ এপ্রিল নেতাজি ইন্ডোরে এক সভার ডাক দিয়েছেন।

পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ওই সভায় মুখ্যমন্ত্রী ওয়াকফ নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করবেন। উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। বিজেপি সরকার মধ্যরাতে এই বিল পাশ করে সংখ্যালঘু সমাজের স্বার্থ ক্ষুন্ন করেছে বলে অভিযোগ তৃণমূলের।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version