Home রাজ্য হুগলি হুগলিতে হাতির তাণ্ডব, রবিবার সকাল ৬টা পর্যন্ত জারি ১৪৪ ধারা

হুগলিতে হাতির তাণ্ডব, রবিবার সকাল ৬টা পর্যন্ত জারি ১৪৪ ধারা

0

ঘাটাল থেকে নদী পেরিয়ে হুগলির আরামবাগে ঢুকে পড়ল হাতি! তাকে বাগে আনতে গিয়ে আহত দু’জন। দিনভরের চেষ্টায় হাতিটিকে শান্ত করা গেলেও গোটা এলাকায় তৈরি হয়েছে প্রবল আতঙ্ক।

ঘটনায় প্রকাশ, শনিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে গোঘাট হয়ে আরামবাগে ঢুকে পড়ে শাবক-সহ দাঁতালটি। আরামবাগের কালীপুর এলাকায় নদী পেরিয়ে এসে তারা চাষের জমিতে রীতিমতো তাণ্ডব চালায়। ভোরের দিকে এসে স্থানীয় জমিতে দাপিয়ে বেড়ায় হাতি দুটি। এলাকার আলুর জমি ও সবজি বাগান নষ্ট করে দিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে এলাকার আলু চাষিদের। বিঘের পর বিঘে জমির আলু নষ্ট করে দিয়েছে।

সকালের দিকে দ্বারকেশ্বরের একদিকে থাকলেও বেলা গড়াতেই দাঁতালটি ঢুকে পড়ে আরামবাগ টাউনে। সবজি বাজার বা সদর ঘাটে পৌঁছে সেখানে তাণ্ডব চালায় হাতিটি। ভাঙচুর করে কয়েকটি বাইক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর ও পুলিশের আধিকারিকরা।

জানা গিয়েছে, দাঁতালের আক্রমণে জখম হন দুই ব্যক্তি। একজন স্থানীয় বাসিন্দা ও হাতি বাগে আনতে যাওয়া হল্লা পার্টির এক সদস্যকে আহতও করেছে হাতি। ফলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

গোটা এলাকায় তৈরি হয়েছে প্রবল আতঙ্ক। দেখা যায় জোড়া হাতি গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। প্রশাসনের পক্ষ থেকে গোটা আরামবাগ শহরজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বারবার করা হচ্ছে মাইকে প্রচারও। হাতির তাণ্ডব জারি থাকার জেরে আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত জারি করা হয়েছে ১৪৪ ধারা।

প্রাথমিক ভাবে ধারণা, খাবারের সন্ধানেই জঙ্গলমহলের সীমানা ছেড়ে হুগলিতে ঢুকে পড়েছিল দুই হাতিটি। আরামবাগ বন দফতরের আধিকারিক আসরাফুল ইসলাম জানান, “হাতিগুলি সম্ভবত পশ্চিম মেদিনীপুর থেকে দল ছুট হয়ে এদিকে চলে এসেছে। আমরা ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়েছি। ওনারা এলে পরবর্তী রুট ম্যাপ তৈরি করে হাতিগুলোকে নিয়ে যাওয়া হবে।”

আরও পড়ুন: ফ্ল্যাটের চাবি নেওয়ার পর খুঁত ধরা পড়লে কী হবে? বড়ো সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version