Homeরাজ্যহুগলিহুগলিতে হাতির তাণ্ডব, রবিবার সকাল ৬টা পর্যন্ত জারি ১৪৪ ধারা

হুগলিতে হাতির তাণ্ডব, রবিবার সকাল ৬টা পর্যন্ত জারি ১৪৪ ধারা

প্রকাশিত

ঘাটাল থেকে নদী পেরিয়ে হুগলির আরামবাগে ঢুকে পড়ল হাতি! তাকে বাগে আনতে গিয়ে আহত দু’জন। দিনভরের চেষ্টায় হাতিটিকে শান্ত করা গেলেও গোটা এলাকায় তৈরি হয়েছে প্রবল আতঙ্ক।

ঘটনায় প্রকাশ, শনিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের দিক থেকে গোঘাট হয়ে আরামবাগে ঢুকে পড়ে শাবক-সহ দাঁতালটি। আরামবাগের কালীপুর এলাকায় নদী পেরিয়ে এসে তারা চাষের জমিতে রীতিমতো তাণ্ডব চালায়। ভোরের দিকে এসে স্থানীয় জমিতে দাপিয়ে বেড়ায় হাতি দুটি। এলাকার আলুর জমি ও সবজি বাগান নষ্ট করে দিয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষতি হয়েছে এলাকার আলু চাষিদের। বিঘের পর বিঘে জমির আলু নষ্ট করে দিয়েছে।

সকালের দিকে দ্বারকেশ্বরের একদিকে থাকলেও বেলা গড়াতেই দাঁতালটি ঢুকে পড়ে আরামবাগ টাউনে। সবজি বাজার বা সদর ঘাটে পৌঁছে সেখানে তাণ্ডব চালায় হাতিটি। ভাঙচুর করে কয়েকটি বাইক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতর ও পুলিশের আধিকারিকরা।

জানা গিয়েছে, দাঁতালের আক্রমণে জখম হন দুই ব্যক্তি। একজন স্থানীয় বাসিন্দা ও হাতি বাগে আনতে যাওয়া হল্লা পার্টির এক সদস্যকে আহতও করেছে হাতি। ফলে তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

গোটা এলাকায় তৈরি হয়েছে প্রবল আতঙ্ক। দেখা যায় জোড়া হাতি গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। প্রশাসনের পক্ষ থেকে গোটা আরামবাগ শহরজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বারবার করা হচ্ছে মাইকে প্রচারও। হাতির তাণ্ডব জারি থাকার জেরে আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত জারি করা হয়েছে ১৪৪ ধারা।

প্রাথমিক ভাবে ধারণা, খাবারের সন্ধানেই জঙ্গলমহলের সীমানা ছেড়ে হুগলিতে ঢুকে পড়েছিল দুই হাতিটি। আরামবাগ বন দফতরের আধিকারিক আসরাফুল ইসলাম জানান, “হাতিগুলি সম্ভবত পশ্চিম মেদিনীপুর থেকে দল ছুট হয়ে এদিকে চলে এসেছে। আমরা ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়েছি। ওনারা এলে পরবর্তী রুট ম্যাপ তৈরি করে হাতিগুলোকে নিয়ে যাওয়া হবে।”

আরও পড়ুন: ফ্ল্যাটের চাবি নেওয়ার পর খুঁত ধরা পড়লে কী হবে? বড়ো সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

ভারতের প্রথম চরম দারিদ্র্যমুক্ত রাজ্য কেরল: মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের ঐতিহাসিক ঘোষণা

খবর অনলাইন ডেস্ক: কেরল পিরাভি দিবসের দিনেই ইতিহাস গড়ল রাজ্য সরকার। শুক্রবার (১ নভেম্বর)...

দক্ষিণবঙ্গে শনিবার বৃষ্টি, উত্তরবঙ্গে ধীরে ধীরে স্বস্তি; দুর্বল মোন্থা এখন ঝাড়খণ্ডে নিম্নচাপে

কলকাতাসহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় শনিবারও বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে কমেছে বৃষ্টি। ঘূর্ণিঝড় মোন্থা শক্তি হারিয়ে ঝাড়খণ্ডের কাছে নিম্নচাপে পরিণত হয়েছে। রবিবার থেকে রাজ্যে আবহাওয়া স্বাভাবিক হওয়ার ইঙ্গিত।

আরও পড়ুন

কথা রখলেন বিগ বি, কেবিসিতে দেওয়া প্রতিশ্রুতি মতো শৌচগার তৈরি হল জয়ন্ত দুলের বাড়িতে

কেবিসি প্রতিযোগী জয়ন্ত দুলির পরিবারের জন্য নিজ খরচে শৌচাগার তৈরি করলেন অমিতাভ বচ্চন। হুগলির গগাটের আগাই গ্রামের দুলিদের ঘরে এখন ‘মর্যাদার প্রাচীর’— যেখানে লেখা, “Gifted by Mr Amitabh Bachchan।”

চন্দননগর-বাঁশবেড়িয়ায় চালু হবে পাইপলাইনের গ্যাস, ফেব্রুয়ারি ২০২৬ থেকেই শুরু পরিষেবা

হুগলির চন্দননগর, বানসবরিয়া ও আশপাশের এলাকায় আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে পাইপড ন্যাচারাল গ্যাস (PNG) সরবরাহ শুরু করবে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (BGCL)। এর আগে ঝাপায় চালু হচ্ছে নতুন সিএনজি মাদার স্টেশন।

জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত, নজরে বিধানসভা নির্বাচন?

বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হলো জয়রামবাটি-কামারপুকুর উন্নয়ন পর্ষদ গঠনের সিদ্ধান্ত। পর্যটন, পরিকাঠামো ও সাংস্কৃতিক উন্নয়নে মিলবে নতুন দিশা, পাশাপাশি রাজনৈতিক অঙ্কও জোরদার হচ্ছে।