বেঙ্গল হোমিওপ্যাথিক কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বা বিএইচসিডিএ (হুগলি) জেলার প্রথম বার্ষিক সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ডেলে। শুক্রবার এই সম্মেলনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলের আগ্রহ ছিল চোখে পড়ার মতোই।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন, বেদমন্ত্র সহযোগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, হোমিওপ্যাথির জনক ডা. হ্যানিম্যানের প্রতিকৃতিতে মাল্য ও পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে সভার সূচনার একে একে মূল্যবান বক্তব্য পরিবেশন করেন অতিথিরা। আয়োজক কমিটির সম্পাদক ডা. সুধীর কুমার ঝা (উদ্বোধনী ভাষণ), সংগঠনের রাজ্য সভাপতি ডা. সচ্চিদানন্দ চৌধুরী, সংগঠনের রাজ্য ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অনিমেষ বন্দ্যোপাধ্যায়, রাজ্য সহ-সভাপতি দীপক পাল, হুগলি জেলার ড্রাগ সহ-অধিকর্তা নিলেন্দু মণ্ডল, ড্রাগ ইন্সপেক্টর বিবেক মিত্র, ওষুধ নির্মাতা সংস্থা এসসি দেব কোম্পানির কর্ণধার ডা. চঞ্চল দেব, নিভা কোম্পানির শৌভিক দেব প্রমুখ।
সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ওষুধ বিক্রেতা ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চুঁচুড়ার পৌরপ্রধান অমিত রায় ও পৌর প্রতিনিধি ঝন্টুবাবু উপস্থিত থেকে সকলকে উদ্বুদ্ধ করেন।
এক প্রশ্নের উত্তরে রাজ্য সাংগঠনিক কমিটির সদস্য ডা. অলোক ভদ্র বলেন, আজকের এই অনুষ্ঠানের সফলতার অন্যতম কারণ হল দীর্ঘ ছয়মাস ধরে জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আহ্বান জানানোর লাগাতার প্রচেষ্টা। এই কাজে উত্তর কলকাতা জেলার কার্যকরী সদস্য সুকান্ত মিত্রের অবদান অনস্বীকার্য।

সবশেষে হুগলি জেলার সাংগঠনিক কমিটি তৈরি হয়। যার সভাপতি ও সাধারণ সম্পাদিকা পদে যথাক্রমে আসীন হয়েছেন ডা. মোজাফফর হোসেন ও যোগীরাজ হোমিও ফার্মেসির কর্ণধার ডা. কোয়েলী গোপ।