হুগলি: আবারও আশ্রমে দুঃসাহসিক চুরি। লুঠ হয়েছে গয়না এবং প্রণামীর কয়েক হাজার টাকা। সিসি টিভি ক্যামেরা-সহ আসবাবপত্র ভাঙচুর। হরিপাল চক্চণ্ডীনগর শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমের ঘটনা।
ঘটনায় প্রকাশ, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ মন্দিরে ঢুকেই চক্ষু চড়কগাছ অবস্থা পুরোহিতের। তিনি দেখেন, মন্দিরের বেশ কয়েকটি ঘরের জানালা ভাঙা। এর পরই তাঁর চিৎকারে স্থানীয়রা আশ্রমে চলে আসে।
আশ্রমের সহ-সভাপতি শ্যামসুন্দর দাস জানান, বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ তাঁর কাছে এই চুরির খবর যায়। তৎক্ষণাৎ আশ্রমে পৌঁছে তিনি দেখেন মন্দিরের জানালা ভাঙা। মন্দিরের ভিতর প্রণামী বাক্স নেই। সারদামায়ের গলার সোনার হার ও সাধু নিবাসের সিসি টিভি-র হার্ড ডিস্ক ভাঙা হয়েছে।
হরিপাল থানায় লিখিত অভিযোগে শ্যামসুন্দরবাবু লেখেন, ড্রয়ার থেকে নগদ পাঁচ হাজার টাকা এবং প্রণামী বাক্স থেকে আনুমানিক ২৫ হাজার টাকা চুরি গিয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন আশ্রম সহ-সভাপতি।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মন্দিরের পিছনের বাগান থেকে উদ্ধার হয়েছে মদের বোতল গ্লাস-সহ খাবারের প্যাকেট। চুরি করবার আগে মন্দিরের পেছনে বাগানে বসে মদ্যপান করেছিল চোরের দল, এমনটাই অনুমান।