হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সূচিতে সামান্য পরিবর্তন। তবে বড়োসড়ো কোনো পরিবর্তন হয়নি।
বারসোই স্টেশনে সময় বদল
উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস সকাল ১১টা ৩৮ মিনিটে বারসোই জংশনে ঢুকবে। দু’মিনিটের জন্য দাঁড়াবে ট্রেনটি। এখন আপ হাওড়া- এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস বারসোই স্টেশনে বেলা ১১টা বেজে ৫০ মিনিটে বারসোইয়ে পৌঁছোয়।
অন্যদিকে ফিরতি পথে ২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস বিকেল ৪ বেজে ৩৩ মিনিটের পরিবর্তে ৪টে বেজে ৪৪ মিনিটে বারসোই স্টেশনে থামবে। রেলের তরফে জানানো হয়েছে, ডাউনের ক্ষেত্রেও ট্রেনটি বারসোই স্টেশনে দু’মিনিট থামবে। নতুন এই টাইম টেবিল আগামী সপ্তাহ থেকেই কার্যকর হবে বলে জানা গিয়েছে। অন্য সব স্টেশনে ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।
হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস
গত বছরের ৩০ ডিসেম্বরে দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে চলাচল শুরু করে। মোট যাত্রাপথে ট্রেনটি বোলপুর (শান্তিনিকেতন), মালদহ টাউন এবং বারসোই জংশন স্টেশনে থামে।
ট্রেনটি হাওড়া থেকে ভোর ৫টা বেজে ৫৫ মিনিটে ছাড়ে ও দুপুর ১টা বেজে ৩৫ মিনিটে সেটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছোয়। ফিরতি পথে দুপুর ৩টে ৫ মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে। যা হাওড়ায় পৌঁছোয় রাত ১০ টা ৩৫ মিনিটে।
আরও পড়ুন: সিকিমে তুষারধসে অন্তত ৭ পর্যটকের মৃত্যু, আটকে অনেকেই