গোটা বিশ্ব জুড়েই জনসংখ্যা যেমন বাড়ছে তেমনই পাল্লা দিয়ে বাড়ছে রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যানবাহনের তীব্র আওয়াজ, হর্নের আওয়াজের সঙ্গে হার্টের অসুখ বিশেষ করে হার্ট অ্যাটাকের সম্পর্ক রয়েছে। হার্টের অসুখের সঙ্গে নয়েজ পলিউশন বা শব্দদূষণের সম্পর্ক পেয়েছেন গবেষকরা।
বিভিন্ন দেশের গবেষকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক গবেষণা দল বিশদভাবে তথ্য পর্যালোচনা করে দেখেছেন, রাস্তাঘাটের যানবাহনের আওয়াজ ১০ ডেসিবল বাড়লেই হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে ৩.২%। বিশেষ করে রাতে যানবাহনের বিকট আওয়াজে ঘুমের দফারফা হয়। রক্তে স্ট্রেস হরমোনের নিঃসরণ বাড়ে। উচ্চ রক্তচাপ ও হার্টের অসুখের ঝুঁকি বাড়ে। সার্কুলেশ্ন রিসার্চ (Circulation Research) নামক এক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।
পৃথক আরেকটি গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে একটানা শব্দদূষণের মারাত্মক শিকার হলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, হৃদযন্ত্রের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা ৩ গুণ বেড়ে যায়। হৃদযন্ত্রের ধমনী ফুলে যায়। শারীরিক ও মানসিক উদ্বেগ বাড়ে। ধমনীতে প্লাক তৈরি হয়, রক্ত সঞ্চালনে বাধা হয়। কান সারাক্ষণ বোঁ বোঁ আওয়াজ হয়। ধীরে ধীরে শ্রবণশক্তি কমে যায়।
আরও পড়ুন
রাতে কম ঘুমোচ্ছেন? প্রায়ই দুঃস্বপ্ন দেখছেন? বাড়ছে কোন রোগের আশঙ্কা?