Homeখবররাজ্যতীব্র দহনজ্বালা থেকে মুক্তি মিলবে কবে, জানাল জাতীয় আবহাওয়া বিভাগ

তীব্র দহনজ্বালা থেকে মুক্তি মিলবে কবে, জানাল জাতীয় আবহাওয়া বিভাগ

প্রকাশিত

নয়াদিল্লি: আগামী চার-পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করতে পারে। এমনটাই জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ (IMD)। তাপপ্রবাহটি আগামী দু’দিনের মধ্যে উত্তরাঞ্চলীয় রাজ্য পঞ্জাব ও হরিয়ানায় আঘাত হানবে এবং তার পরে তা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। হাওয়া অফিসের আরও পূর্বাভাস, আগামী ১৮ এপ্রিল উত্তর-পশ্চিম ভারতের সমভূমিতে বৃষ্টিপাত হতে পারে।

বাংলায় কবে কমবে তাপমাত্রা

ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে ভোগান্তি অব্যাহত রয়েছে তাপপ্রবাহ অথবা তাপপ্রবাহের মতো পরিস্থিতির। পশ্চিমবঙ্গ এবং বিহারের রাজ্য আবহাওয়া বিভাগ তাপপ্রবাহ সম্পর্কে আগাম সতর্কতা জারি করেছে। আইএমডির মতে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রার এই বৃদ্ধি কয়েক দিনের মধ্যেই কমে যাবে। তবে তার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকছে।

আইএমডি-র এক আধিকারিকের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, “আগামী কয়েক দিনে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে তাপমাত্রা কমবে। তাপপ্রবাহের কারণে ওই রাজ্যগুলিতে বর্তমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে”।

চার-পাঁচ দিন দাপাদাপি গরমের

এ দিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার-পাঁচদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি জারি থাকবে। পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার মতো জেলাগুলির কোথাও কোথাও তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা বাদ দিয়ে অন্যত্র গরমের দাপাদাপি চলবে একই ভাবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) পর্যন্ত দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। বইবে ‘লু’। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গেও আগামী পাঁচদিন অস্বস্তিকর গরম থাকবে। মঙ্গলবার পর্যন্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এ ছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও গরম থাকবে। তবে আগামী পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না।

আরও পড়ুন: তীব্র গরমে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠান, মহারাষ্ট্রে মৃত ১১

সাম্প্রতিকতম

প্রয়াত প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর, ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ

দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে এসএসকেএম হাসপাতালে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। বয়স হয়েছিল ৮৩ বছর। বালুরঘাটে তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে।

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

আরও পড়ুন

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান বৃদ্ধি, বিদ্যুৎ বিলে বাড়ছে ছাড়ও, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো কমিটিগুলির জন্য অনুদান বাড়ানোর ঘোষণা করেছেন। চলতি বছর ৪৩ হাজার ক্লাবকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে, যা ২০২৫ সালে এক লক্ষ টাকায় পৌঁছাবে। বিদ্যুৎ বিলে ৭৫ শতাংশ ছাড়ের কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

বাংলাদেশের কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাকে ফেরানো হবে না, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়  

খবর অনলাইন ডেস্ক: বাংলাদেশ থেকে কোনো অসহায় মানুষ পশ্চিমবঙ্গের দরজায় এলে তাকে ফেরানো হবে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?