Homeখবররাজ্যতীব্র দহনজ্বালা থেকে মুক্তি মিলবে কবে, জানাল জাতীয় আবহাওয়া বিভাগ

তীব্র দহনজ্বালা থেকে মুক্তি মিলবে কবে, জানাল জাতীয় আবহাওয়া বিভাগ

প্রকাশিত

নয়াদিল্লি: আগামী চার-পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি বিরাজ করতে পারে। এমনটাই জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ (IMD)। তাপপ্রবাহটি আগামী দু’দিনের মধ্যে উত্তরাঞ্চলীয় রাজ্য পঞ্জাব ও হরিয়ানায় আঘাত হানবে এবং তার পরে তা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। হাওয়া অফিসের আরও পূর্বাভাস, আগামী ১৮ এপ্রিল উত্তর-পশ্চিম ভারতের সমভূমিতে বৃষ্টিপাত হতে পারে।

বাংলায় কবে কমবে তাপমাত্রা

ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে ভোগান্তি অব্যাহত রয়েছে তাপপ্রবাহ অথবা তাপপ্রবাহের মতো পরিস্থিতির। পশ্চিমবঙ্গ এবং বিহারের রাজ্য আবহাওয়া বিভাগ তাপপ্রবাহ সম্পর্কে আগাম সতর্কতা জারি করেছে। আইএমডির মতে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রার এই বৃদ্ধি কয়েক দিনের মধ্যেই কমে যাবে। তবে তার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে পর্যন্ত কমলা সতর্কতা জারি থাকছে।

আইএমডি-র এক আধিকারিকের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, “আগামী কয়েক দিনে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা এবং উত্তর-পশ্চিম ভারতে তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী দিনে পশ্চিমবঙ্গ-সহ কয়েকটি রাজ্যে তাপমাত্রা কমবে। তাপপ্রবাহের কারণে ওই রাজ্যগুলিতে বর্তমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে”।

চার-পাঁচ দিন দাপাদাপি গরমের

এ দিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী চার-পাঁচদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি জারি থাকবে। পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার মতো জেলাগুলির কোথাও কোথাও তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা বাদ দিয়ে অন্যত্র গরমের দাপাদাপি চলবে একই ভাবে।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) পর্যন্ত দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকবে। বইবে ‘লু’। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

অন্য দিকে, উত্তরবঙ্গেও আগামী পাঁচদিন অস্বস্তিকর গরম থাকবে। মঙ্গলবার পর্যন্ত উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এ ছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও গরম থাকবে। তবে আগামী পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনো হেরফের হবে না।

আরও পড়ুন: তীব্র গরমে খোলা আকাশের নীচে সরকারি অনুষ্ঠান, মহারাষ্ট্রে মৃত ১১

সাম্প্রতিকতম

রাজ্যের ৩ জন-সহ সব শ্রমিককেই নিরাপদে বাইরে আনা হল, উদ্ধার অভিযানের প্রশংসায় প্রধানমন্ত্রী    

দেহরাদুন: সমস্ত উৎকণ্ঠা, উদ্বেগ, প্রতীক্ষার অবসান হল। ১৭ দিন ধরে উত্তরকাশীর কাছে সুড়ঙ্গে আটকে...

টি২০ সিরিজ: সেই গ্লেন ম্যাক্সওয়েল, ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এনে দিলেন জয়

ভারত: ২২২-৩ (ঋতুরাজ গায়কোয়াড় ১২৩ নট আউট, সূর্যকুমার যাদব ৩৯, বেহরেনডর্ফ ১-১২) অস্ট্রেলিয়া: ২২৫-৫ (গ্লেন...

সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককেই নিরাপদে উদ্ধার করা হল

দেহরাদুন: টানা ১৭ দিন ধরে আটকে থাকার পর সিলকিয়ারা টানেলে আটকে থাকা কর্মীদের একে...

সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের কাছাকাছি উদ্ধারকারী দল, যে কোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারেন তাঁরা    

দেহরাদুন: সিলকিয়ারার সুড়ঙ্গে আটকে থাকা কর্মীদের উদ্ধারকাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে এনডিএমএ (ন্যাশনাল...

আরও পড়ুন

ডুয়ার্সের জঙ্গলে হাতির মৃত্যু, মালগাড়ির ধাক্কায় প্রাণ গেল মা ও দুই শাবকের

নিজস্ব প্রতিনিধি: ডুয়ার্সের জঙ্গল ভেদ করে যাওয়া রেললাইনে মালগাড়ির ধাক্কায় ফের মৃত্যু হল হাতির।...

দার্জিলিঙে গেলে এ বার থেকে দিতে হবে ‘ট্যুরিস্ট ট্যাক্স’, হোটেল ব্যবসায়ীদের আপত্তি

দার্জিলিং: শৈলশহর দার্জিলিং ভ্রমণকারীদের কাছ থেকে ‘ট্যুরিস্ট ট্যাক্স’ আদায়ের সিদ্ধান্ত নিল দার্জিলিং পুরসভা। পুরসভার...

‘২০২৪ সালের মার্চ মাসের মধ্যে সিএএ, কেউ থামাতে পারবে না’, বাংলায় এসে ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী অজয় ​​মিশ্রর

কলকাতা: ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব (সংশোধনী) আইন (CAA) কার্যকর করার দাবি করলেন...