Homeখবররাজ্যবাংলায় ‘একলা চলো’ নীতি মমতার, ভোটের পর পরবর্তী সিদ্ধান্ত

বাংলায় ‘একলা চলো’ নীতি মমতার, ভোটের পর পরবর্তী সিদ্ধান্ত

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

কলকাতা: লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে বিরোধ এখনও মেটেনি। সেই সঙ্গে কংগ্রেস সামান্য সৌজন্যটুকুও জানায়নি বলে প্রকাশ্যে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে, বাংলায় ‘একলা চলো’ নীতির কথা ঘোষণা করেছেন তিনি।

বুধবার বর্ধমান যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দ্ব্যর্থহীন ভাষায় স্পষ্ট করে দিয়েছিলেন জোটের অঙ্ক। জানিয়েছেন, বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বাংলায় তৃণমূল একা চলবে। ভোটের পর পরবর্তী সিদ্ধান্ত।

কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার প্রসঙ্গ তুলে মমতা বলেন, “ওরা যে র‍্যালি করেছে একবারও অ্যাজ অ্যা ম্যাটার অব কার্সি ইন্ডিয়ার অ্যালায়েন্স হিসাবে আমাকে জানিয়েছে? দিদি আপনার রাজ্যে যাচ্ছি? না জানায়নি। সুতরাং আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই বাংলার ব্যাপারে। অল ইন্ডিয়ায় কী করব না করব আফটার ইলেকশন ভাবব। আমরা সেকুলার পার্টি। তবে এখন কোনও চর্চা নেই।”

এই ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাহুল গান্ধী বিভিন্ন রাজ্যে ঘুরছেন। বৃহস্পতিবার এই যাত্রা বাংলায় আসছে। সে ব্যাপারে জোটসঙ্গী হিসেবে তৃণমূলকে না জানানোর রেশ ধরেই মমতা বলেন, “বাংলায় একা লড়ব আমরা। আমি জোটের সঙ্গী। কিন্তু ওরা সৌজন্য দেখিয়েছি কি”?

গত সোমবার পার্ক সার্কাসের মঞ্চ থেকে নাম না করে রাহুল গান্ধীর দলের সমালোচনা করে বলেছিলেন, ‘‘ওরা মর্জি মতো চলতে চাইছে।’’ কয়েক দিন আগেও সিপিএমের আচরণ নিয়ে মুখ খোলেন মমতা। তাঁকে বলতে শোনা যায়, “ইন্ডিয়া জোটের নাম আমিই দিয়েছি। কিন্তু আমার বলতে কষ্ট হচ্ছে যে, মিটিংয়ে গেলে সিপিএম মিটিং পরিচালনা করে, যাদের বিরুদ্ধে জীবন ভর লড়াই করেছি আমি। ওদের কোনও পরামর্শ মানব না আমি। আমাকে অনেক অসম্মান করা হয়।”

আরও পড়ুন: বৃহস্পতিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, শুক্রবার ভোলবদল আবহাওয়ার

সাম্প্রতিকতম

সহায় ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রোৎসব’-এ কবির কবিতা, সংগীত ও নাট্যভাবনার অভিনব মেলবন্ধন

অজন্তা চৌধুরী সহায় ফাউন্ডেশনের আয়োজনে ২৯ জুন, সন্ধ্যায় রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হয়ে গেল ‘রবীন্দ্রোৎসব’ শিরোনামে...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬) লর্ডস (লন্ডন):...

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।

লাইব্রেরি সায়েন্সে স্নাতকদের জন্য সরকারি চাকরির সুযোগ, এনসিইআরটি-তে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ

লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্সে স্নাতকদের জন্য চাকরির সুযোগ এনসিইআরটি-তে। চুক্তিভিত্তিক নিয়োগ, ইন্টারভিউ ২২ জুলাই, বেতন ৩৫ হাজার টাকা।

আরও পড়ুন

কর দিতে গেলে এখন বাধ্যতামূলক পারমিট, অনলাইনে নতুন নিয়ম জারি রাজ্য পরিবহণ দফতরের

গাড়ির কর দেওয়ার সময় বাধ্যতামূলক হল পারমিট, জানাল রাজ্য পরিবহণ দফতর। ডিজিটাল না হলে জমা দিতে হবে পারমিটের প্রতিলিপি। নতুন পারমিট ও বিক্রির ক্ষেত্রেও এসেছে একাধিক নিয়ম।

দক্ষিণবঙ্গে টানা বর্ষণের পূর্বাভাস, বৃষ্টি আর কতদিন?

অত্যন্ত ধীরে ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বৃষ্টি, বৃহস্পতিবার হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। সতর্কতা জারি সমুদ্রগামী মৎস্যজীবীদের জন্য।

বুধবারও ৭ জেলায় ভারী বৃষ্টি, বজ্রপাত-সহ ঝোড়ো হাওয়ার সতর্কতা

আজ বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। ৭ জেলায় থাকতে পারে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।