Homeখবররাজ্যস্বাস্থ্যসচিবের প্রতিশ্রুতিতে কাটল না জট, সাগর দত্তে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, প্রতিবাদে মৃত...

স্বাস্থ্যসচিবের প্রতিশ্রুতিতে কাটল না জট, সাগর দত্তে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা, প্রতিবাদে মৃত রোগীর আত্মীয়রাও

প্রকাশিত

কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ অব্যাহত। শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে রোগীর আত্মীয়েরা হাসপাতালের ওয়ার্ডে ঢুকে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালান বলে অভিযোগ। মহিলাদের ওয়ার্ডে ভাঙচুর, ডাক্তারদের হেনস্থা এবং সিসিটিভি ফুটেজে নজরদারি না রাখার অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। আহত হন সাতজন, যাঁদের মধ্যে কয়েকজন চিকিৎসক ও নার্সও রয়েছেন।

এই ঘটনার পরই হাসপাতালের নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের বক্তব্য, “এমন নিরাপত্তাহীন পরিবেশে কাজ করা অসম্ভব। আমরা প্রতিশ্রুতি চাই না, আমাদের প্রয়োজন কার্যকরী পদক্ষেপ।” তাঁরা আরও বলেন, “সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও হাসপাতালে ৩৬০টি সিসিটিভি ক্যামেরার বদলে মাত্র ৪০টি ক্যামেরা বসানো হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তাকর্মীও নিযুক্ত করা হয়নি।” এর ফলে, হাসপাতালের কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে বৈঠকে বসে জুনিয়র ডাক্তারদের একাংশ। বৈঠকে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি, সিসিটিভি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি, এবং পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগের প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যসচিব। তবে, ডাক্তারদের অভিযোগ, গত এক মাস ধরে তাঁরা একই প্রতিশ্রুতি শুনে আসছেন, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের স্পষ্ট বক্তব্য, “নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কাজ শুরু করব না।”

অন্যদিকে, রোগীর পরিবারের পক্ষ থেকেও উত্তেজনা কমছে না। শুক্রবার রাতে এক রোগিণীর মৃত্যুর পরে বিক্ষোভে ফেটে পড়েন তাঁর পরিবারের সদস্যরা। হাসপাতালের চত্বরেই ধর্না দেন তাঁরা। অভিযোগ, রোগিণীর সঠিক সময়ে চিকিৎসা হয়নি, ফলে তাঁর মৃত্যু হয়েছে। এ কারণে চার জনকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু রোগীর পরিবার জানিয়েছে, যতক্ষণ না ধৃতদের মুক্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ তাঁরা দেহ গ্রহণ করবেন না। এই পরিস্থিতিতে হাসপাতাল চত্বরে চলছে তীব্র উত্তেজনা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি সামাল দিতে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তাতেও ডাক্তারদের আন্দোলন থামছে না। তাঁরা দাবি করেছেন, “শুধু প্রতিশ্রুতির ভিত্তিতে নয়, আমরা কার্যকরী পদক্ষেপের পরই কাজে ফিরব।”

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ক্যানবেরায় বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি

ক্যানবেরা: বুধবার এখানকার মানুকা ওভালে আয়োজিত অস্ট্রেলিয়া-ভারত প্রথম টি-টোয়েন্টি ম্যাচে জিতল বৃষ্টি। টস জিতে...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: উলভার্টের সেঞ্চুরি ও ক্যাপের ৫ শিকার, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

গুয়াহাটি: ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো মহিলাদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপের ফাইনালে...

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

আরও পড়ুন

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে তর্ক-বিতর্কে উত্তাল সর্বদল বৈঠক, সিইও জানালেন—’আমি এখানে পোস্ট অফিসের ভূমিকায়’

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়। তৃণমূল, বিজেপি, বামফ্রন্ট—সকলের প্রশ্নে মুখোমুখি সিইও মনোজকুমার আগরওয়াল, জানালেন তিনি কেবল বার্তা পৌঁছে দেওয়ার কাজ করবেন।

মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।