Homeখবররাজ্যসরে যেতে পারে বাকি মামলাও, সুপ্রিম কোর্টের নির্দেশের পর ধারণা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

সরে যেতে পারে বাকি মামলাও, সুপ্রিম কোর্টের নির্দেশের পর ধারণা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

প্রকাশিত

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে সরে যাচ্ছে দু’টি মামলা। তাঁর এজলাস থেকে ওই দুই মামলা সরাল সুপ্রিম কোর্ট। এর পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনে হচ্ছে, ধীরে ধীরে সব মামলাই সরিয়ে নেওয়া হবে তাঁর হাত থেকে।

শুক্রবার রাতে সুপ্রিম কোর্টের শেষ আদেশ শোনার পর কলকাতা হাই কোর্ট ছেড়ে বাইরে এসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ আমার কাছে স্পষ্ট নয়। পড়ে দেখব। আমার ধারণা, এর পর আমার এজলাস থেকে সব মামলাই সরিয়ে নেওয়া হবে। আজ যে গ্রাউন্ডে সরে গিয়েছে, সেই একই গ্রাউন্ডে সরে যাবে বলে আমার ধারণা।’’

এ প্রসঙ্গেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশে তাঁর একেবারেই মন খারাপ নয়। বলেন, “এই মামলা তো আমার ব্যক্তিগত উদ্দেশ্যে শুরু করিনি। তাই এই মামলা আমার কাছে রইল… কি অন্য কারও কাছে গেল, তা নিয়ে আমার বিশেষ কোনো মাথাব্যথা নেই”।

তিনি আরও বলেন, “আজ তো নিজে (নিজেকে মামলা থেকে) সরিয়ে দিচ্ছি না। এটা তো সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডার তো আমাদের সকলকে মেনে নিতে হবে। একটা ডিসিপ্লিন তো আছে। এই ডিসিপ্লিন অনুযায়ী হচ্ছে, সুপ্রিম কোর্ট হচ্ছে এই দেশের সর্বোচ্চ আদালত। সেই অর্ডার আমাদের মেনে চলতে হবে। তাতে যাঁর যতই মন খারাপ হোক, (তাতে কিছু করার নেই)। ব্যক্তিগত ভাবে কারও যদি খারাপ লেগেও থাকে, তাহলে কিছু করার নেই”।

প্রসঙ্গত, বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিয়েছে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে সেই মামলা কার এজলাসে যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির মামলা শুনতে পারবেন না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বড়ো নির্দেশ সুপ্রিম কোর্টের

সাম্প্রতিকতম

লারার বিশ্বরেকর্ডের কাছে এসেও ইনিংস ডিক্লেয়ার করে দিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক উইয়ান মুল্ডার, কেন?

শ্রয়ণ সেন একেই বলে স্পোর্টসম্যান স্পিরিট। তিনিই দলের অধিনায়ক। তিনি দলের স্কোরকে কত দূর নিয়ে যাবেন,...

ভারতে পুরোদমে চালু হল ইউপিআই-নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক, কার্ড ছাড়াই মিলবে সব পরিষেবা

ইউপিআই নির্ভর ডিজিটাল ব্যাঙ্ক চালু করল স্লাইস। বেঙ্গালুরুর কোরামঙ্গলায় শুরু হওয়া এই ব্যাঙ্কে কার্ড বা কাগজ ছাড়াই মিলবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা, থাকবে রোবট সহকারী ও ইউপিআই এটিএম।

ফের কলকাতায় কলেরার হানা! পিকনিক গার্ডেনের যুবক ভর্তি হাসপাতালে, জলবাহিত সংক্রমণে আতঙ্ক

কলকাতায় ফের কলেরার উপসর্গে আক্রান্ত এক যুবক। পিকনিক গার্ডেন এলাকার বাসিন্দা ওই যুবককে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের এক হাসপাতালে। জলবাহিত এই সংক্রমণে এলাকাজুড়ে উদ্বেগ।

কলকাতায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আর কোথায় কোথায় বর্ষণের সতর্কতা?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।

আরও পড়ুন

কলকাতায় আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, আর কোথায় কোথায় বর্ষণের সতর্কতা?

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সমুদ্র উত্তাল, সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের।

আর জি কর কাণ্ডে ফের রাত দখলের ডাক নির্যাতিতার পরিবারের, দিনভর আর কী হল?

৫ জুলাই ২০২৫: মোদীর আর্জেন্টিনা সফর, নেহাল মোদীর গ্রেফতার, হিমাচলে বৃষ্টিতে মৃত ৩৭, নবান্ন অভিযান ও শান্তনু সেনকে IMA-র সাসপেনশন সহ দিনের সেরা খবরের সারসংক্ষেপ পড়ুন।

দমদম জংশনে ট্র্যাক সংস্কারে টানা ৩১টি ট্রেন বাতিল, সপ্তাহান্তে বিপর্যস্ত হবে লোকাল ট্রেন চলাচল

দমদম জংশনে ট্র্যাক সংস্কারের কারণে আজ ও কাল মিলিয়ে ৩১টি ট্রেন বাতিল। আজ মধ্যরাত থেকে রবিবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুৎ সংযোগ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে