Homeখবররাজ্যউচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে বনমন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে বনমন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী

প্রকাশিত

কলকাতা: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে নিযুক্ত হলেন নতুন সচিব। এ বার দায়িত্ব পেলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত তিনি। আপাতত তিন বছর তিনি সামলাবেন সংসদের সচিবের দায়িত্ব।

ইতিমধ্য়েই রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রিয়দর্শিনীর নিয়োগের কথা জানানো হয়েছে। তাঁর আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি ইনচার্জ বা দায়িত্বপ্রাপ্ত সচিব হিসাবে ছিলেন তাপসকুমার মুখোপাধ্যায়। আগামী ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। তবে তার আগেই পদ ছেড়ে দেন তিনি। তাঁর জায়গায় বুধবার প্রিয়দর্শিনীকে নিযুক্ত করা হয়েছে। 

এমনিতেই শিক্ষায় দুর্নীতি নিয়ে সরব বিরোধীরা। এরই মধ্যে বনমন্ত্রীর মেয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব হতেই বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। তবে প্রিয়দর্শিনী যে এই পদের জন্য যে যোগ্য সেটা তাঁর শিক্ষাগত যোগ্যতা থেকেই স্পষ্ট হয়। সুতরাং যাঁরা পরে বিরোধিতা করবেন তাঁদের এটাও মাথায় রাখতে হবে। কাকতালীয় ভাবে প্রিয়দর্শিনী মল্লিক রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। তার সঙ্গে এই পদে আসীন হওয়ার কোনো যোগ নেই বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও উচ্চশিক্ষা সংসদে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন প্রিয়দর্শিনী। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা সংসদের গভর্নিং বডির সদস্য ছিলেন। ধ্রুবচাঁদ হালদার কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। সংশ্লিষ্ট নির্দেশিকায় উল্লেখ রয়েছে, আগামী তিন বছর অথবা পরবর্তী নির্দেশ ইস্যু না হওয়া পর্যন্ত জন্য সংসদের সচিবের পদে নিযুক্ত থাকবেন প্রিয়দর্শিনী মল্লিক।

আরও পড়ুন:  কেন্দ্রীয় হারে ডিএ, অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো তৈরির দাবি, বিধানসভায় সরব শুভেন্দু অধিকারী

সাম্প্রতিকতম

বিশ্ব রোবট অলিম্পিয়াডে ইতিহাস গড়ল কেরলের ‘ইউনিক ওয়ার্ল্ড রোবোটিকস’

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে নজর কাড়ল ভারতীয় দল। এআই, রোবোটিকস এবং স্টেম এডুকেশন-এ পারদর্শী কেরলের...

ভারতের ৫৪% প্রবীণ নাগরিক কোন অসুখে ভুগছে, কোন তথ্য উঠে এল সমীক্ষায়

ভারতের বয়স্ক নাগরিকদের ওপর সম্প্রতি বিশেষ সমীক্ষা চালানো হয়। সেই সমীক্ষায় দেখা গেছে, ৫৪%...

বিশ্ব দাবায় ইতিহাস, সর্বকনিষ্ঠ চ্যাম্পিয়ন হলেন ভারতের ডি গুকেশ

ভারতের দাবা তারকা ডি গুকেশ ইতিহাস গড়লেন। বৃহস্পতিবার সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৪-এর নির্ণায়ক...

আরও পড়ুন

২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, ফের কবে

নয়াদিল্লি: আবারও পিছিয়ে গেল এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। সুপ্রিম কোর্টে এই...

নির্ধারিত সময়ের আগেই শীতের দাপট জোরদার, কলকাতায় তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি, আরও নামবে পারদ

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি। শীতের দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঘন কুয়াশার সতর্কতা জারি উত্তর ও দক্ষিণবঙ্গে।

বাসের রেষারেষি রুখতে এ বার মোবাইল অ্যাপ, বেলাগাম গতিতে ড্রাইভারের কাছে ‘রেড অ্যালার্ট’

পশ্চিমবঙ্গে বাসের রেষারেষি রুখতে আসছে নতুন মোবাইল অ্যাপ। গতির সীমা লঙ্ঘন করলেই চালকের মোবাইলে রেড অ্যালার্ট। সরকারের নজরদারিতে থাকবে প্রতিটি বাস।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে