Homeখবররাজ্যউচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে বনমন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে বনমন্ত্রীর মেয়ে প্রিয়দর্শিনী

প্রকাশিত

কলকাতা: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে নিযুক্ত হলেন নতুন সচিব। এ বার দায়িত্ব পেলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত তিনি। আপাতত তিন বছর তিনি সামলাবেন সংসদের সচিবের দায়িত্ব।

ইতিমধ্য়েই রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে প্রিয়দর্শিনীর নিয়োগের কথা জানানো হয়েছে। তাঁর আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি ইনচার্জ বা দায়িত্বপ্রাপ্ত সচিব হিসাবে ছিলেন তাপসকুমার মুখোপাধ্যায়। আগামী ২০২৪ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। তবে তার আগেই পদ ছেড়ে দেন তিনি। তাঁর জায়গায় বুধবার প্রিয়দর্শিনীকে নিযুক্ত করা হয়েছে। 

এমনিতেই শিক্ষায় দুর্নীতি নিয়ে সরব বিরোধীরা। এরই মধ্যে বনমন্ত্রীর মেয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নতুন সচিব হতেই বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। তবে প্রিয়দর্শিনী যে এই পদের জন্য যে যোগ্য সেটা তাঁর শিক্ষাগত যোগ্যতা থেকেই স্পষ্ট হয়। সুতরাং যাঁরা পরে বিরোধিতা করবেন তাঁদের এটাও মাথায় রাখতে হবে। কাকতালীয় ভাবে প্রিয়দর্শিনী মল্লিক রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। তার সঙ্গে এই পদে আসীন হওয়ার কোনো যোগ নেই বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগেও উচ্চশিক্ষা সংসদে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন প্রিয়দর্শিনী। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা সংসদের গভর্নিং বডির সদস্য ছিলেন। ধ্রুবচাঁদ হালদার কলেজের সঙ্গে যুক্ত ছিলেন। সংশ্লিষ্ট নির্দেশিকায় উল্লেখ রয়েছে, আগামী তিন বছর অথবা পরবর্তী নির্দেশ ইস্যু না হওয়া পর্যন্ত জন্য সংসদের সচিবের পদে নিযুক্ত থাকবেন প্রিয়দর্শিনী মল্লিক।

আরও পড়ুন:  কেন্দ্রীয় হারে ডিএ, অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো তৈরির দাবি, বিধানসভায় সরব শুভেন্দু অধিকারী

সাম্প্রতিকতম

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে চাকরির সুযোগ, মোট শূন্যপদ ৫৪১, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই

এসবিআই-তে প্রোবেশনারি অফিসার পদে ৫৪১ জন কর্মী নিয়োগ। অনলাইনে আবেদন চলবে ১৪ জুলাই পর্যন্ত। বেতন ৮৫,৯২০ টাকা পর্যন্ত।

র‍্যাগিং বিতর্ক নয়, এবার যাদবপুর শিরোনামে উপায়নের কোটি টাকার চাকরির সাফল্যে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপায়ন দে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চাকরি পেলেন। প্লেসমেন্টে নজিরবিহীন সাফল্য বিশ্ববিদ্যালয়ের, চাকরি পেলেন ৯৫ শতাংশেরও বেশি পড়ুয়া।

আরও পড়ুন

ওবিসিদের আবেদনেও ছাড় নয়, নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করল এসএসসি

ওবিসি প্রার্থীদের জন্য ছাড় থাকছে না এসএসসি নিয়োগে। জেনারেল প্রার্থীদের মতোই আবেদন ও ফি দিতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত কোর্টের উপর নির্ভরশীল।

ইডির মামলায় জামিন কল্যাণময়ের, তবে এখনও জেলমুক্তি নয়, অন্য কোন মামলায় তাঁকে থাকতে হবে জেলে?

ইডির মামলায় জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। তবে সিবিআইয়ের মামলায় জেল হেফাজতেই থাকছেন তিনি।

উত্তরবঙ্গে সপ্তাহভর ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় ফের রোদের দেখা

উত্তরবঙ্গের একাধিক জেলায় সপ্তাহভর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, কলকাতায় সোমবারের পর মঙ্গলবার রোদের দেখা মিলল।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে