কলকাতা: রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ মূলত মেঘলা। মাঝেমধ্যেই ঝিরঝিরে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ সারাদিনই কলকাতা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় দফায় ভারী বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব অংশেই ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের জেরে কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
আপাতত রাজ্যের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যে কারণে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সারাদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে।
এ দিন সকাল থেকে কলকাতা এবং লাগোয়া এলাকায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কমলেও ঘাম হবে। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ৩১ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
পাশাপাশি হাওয়া অফিসের পূর্বাভাস, উপকূলে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। নিম্নচাপের কারণে উপকূলে সতর্কতাও জারি করা হয়েছে। মৎস্যজীবীদের রবিবার এবং সোমবার গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: লুপ লাইনে ঢুকে বাঁকুড়ায় ২ মালগাড়ির সংঘর্ষ, লাইনচ্যুত ১২টি বগি