Homeখবররাজ্যসকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, নিম্নচাপের জেরে কয়েকটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, নিম্নচাপের জেরে কয়েকটি জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

প্রকাশিত

কলকাতা: রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ মূলত মেঘলা। মাঝেমধ্যেই ঝিরঝিরে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ সারাদিনই কলকাতা ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় দফায় ভারী বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব অংশেই ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। এরই মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপের জেরে কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

আপাতত রাজ্যের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যে কারণে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও সারাদিনই বৃষ্টির সম্ভাবনা থাকছে।

এ দিন সকাল থেকে কলকাতা এবং লাগোয়া এলাকায় বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বৃষ্টির প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও প্রায় ২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কমলেও ঘাম হবে। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ৩১ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

পাশাপাশি হাওয়া অফিসের পূর্বাভাস, উপকূলে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। যার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। নিম্নচাপের কারণে উপকূলে সতর্কতাও জারি করা হয়েছে। মৎস্যজীবীদের রবিবার এবং সোমবার গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন: লুপ লাইনে ঢুকে বাঁকুড়ায় ২ মালগাড়ির সংঘর্ষ, লাইনচ্যুত ১২টি বগি

সাম্প্রতিকতম

স্মার্টফোনে ম্যালওয়্যার আছে কি না কী ভাবে বুঝবেন, কী করবেন ফোনকে সুরক্ষিত রাখতে

স্মার্টফোন আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সারাক্ষণ নেটজালে বন্দি রয়েছি আমরা, নেটের...

ভারতের নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা, দায়িত্ব গ্রহণ বুধবার থেকে, জানুন তাঁর পরিচয়

আরবিআই-এর ২৬তম গভর্নর হিসেবে নিয়োগ পেলেন সঞ্জয় মালহোত্রা। তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন এই প্রথিতযশা আইএএস অফিসার।

চলতি অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করতে পারে মোদী সরকার, তীব্র বিতর্কের সম্ভাবনা

শীতকালীন অধিবেশনে কেন্দ্র আনতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। ঐক্যমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বিরোধীদের অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ ভারতের

সোমবার ঢাকায় বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর প্রতিবেশী দেশে...

আরও পড়ুন

ভোটার কার্ডে ভুল পরিচয়, ৬ বছর কারাবাস, অবশেষে পরিবারের কাছে ফিরলেন নলিনী

ভুল পরিচয়ে ৬ বছর কারাবাস। নলিনী চৌধুরীর পরিবারকে খুঁজে বের করে তাঁর মুক্তির ব্যবস্থা করল ডিএলএসএ।

আলু না দিলে সব্জি নয়, ঝাড়খণ্ড সীমানায় লরি আটকে ক্ষোভ বাসিন্দাদের

আলু রফতানিতে কড়াকড়ি করায় ঝাড়খণ্ডে আলুর দাম অস্বাভাবিক বেড়েছে। এর প্রতিবাদে বাংলার সব্জি লরি আটকে সীমান্তে বিক্ষোভ ঝাড়খণ্ডবাসীর।

ইডির মামলা থেকে জামিন পেলেন ‘কালীঘাটের কাকু’, হাই কোর্টের শর্তসাপেক্ষে অনুমতি

কলকাতা হাই কোর্টের তিনটি শর্তে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে