Homeখবররাজ্যরাজ্য সরকারের কার্নিভালে বাধা নয়, ত্রিধারাকাণ্ডে ৯ জনের জামিন মঞ্জুর করে জানিয়ে...

রাজ্য সরকারের কার্নিভালে বাধা নয়, ত্রিধারাকাণ্ডে ৯ জনের জামিন মঞ্জুর করে জানিয়ে দিল হাইকোর্ট

প্রকাশিত

কলকাতা হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ শুক্রবার পুজো মণ্ডপে ‘জাস্টিস’ স্লোগান দেওয়ার কারণে গ্রেপ্তার ৯ জন আন্দোলনকারীকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। বিচারপতি শম্পা সরকারের নেতৃত্বাধীন বেঞ্চ একহাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে এই জামিন মঞ্জুর করেন। তবে তাঁদের ওপর বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।

বিচারপতি জানিয়েছেন, জামিনপ্রাপ্তরা আর কোনও পুজো মণ্ডপে প্রতিবাদ করতে পারবেন না এবং পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে তাঁদের প্রবেশ নিষিদ্ধ। রাজ্য সরকারের কার্নিভালেও কোনওরকম বাধা দেওয়ার অনুমতি নেই। তাঁদের প্রতি সপ্তাহে থানায় হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হাই কোর্টের এই নির্দেশ ১৫ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানি হবে ৬ নভেম্বর।

জামিনের খবর পাওয়ার পর ধর্মতলায় অনশন মঞ্চে উপস্থিত আন্দোলনকারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। কেউ কেউ চোখে আনন্দাশ্রু নিয়ে এই খবর উদযাপন করেন।

এই ঘটনা ঘটেছিল বুধবারে। অভিযোগ অনুযায়ী, দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী পুজো মণ্ডপে কয়েকজন আন্দোলনকারী ঢুকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন এবং মণ্ডপে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। আন্দোলনকারীরা মণ্ডপে লিফলেটও বিলি করেন। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে এবং তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা দায়ের করে। বৃহস্পতিবার আলিপুর আদালত তাঁদের ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

এই আদেশকে চ্যালেঞ্জ করে ধৃতরা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। বিচারপতি শম্পা সরকার তাঁদের জামিন মঞ্জুর করে বলেন, ধৃতরা কোনও ধর্মীয় উসকানিমূলক স্লোগান দেয়নি এবং প্রতিবাদের অধিকার সকলের আছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

ট্রাম্পের আক্রমণ উপেক্ষা করে বড়ো জয় বামপন্থী প্রার্থীর, নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি

নিউইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর আক্রমণ ও ব্যবসায়ী মহলের তীব্র বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের...

আরও পড়ুন

বিএলও বা বিএলএ-দের হাতে এসআইআর-এর নথি নয়! বিভ্রান্তি কাটাতে জানিয়ে দিল কমিশন

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের নতুন নির্দেশ। বিএলও-দের হাতে কোনও নথি দেওয়ার দরকার নেই। ৪ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ সময় কাজ করবেন ডিইও, ইআরও ও বিএলওরা।

‘দিদি আছে, ভয় পাবেন না, দরকারে থালাবাটি বেচে…!’ এসআইআর ইস্যুতে বার্তা মমতার, অভিষেকের দিল্লি অভিযানের ঘোষণা

কলকাতায় সংবিধানের কপি হাতে তৃণমূলের মিছিল। এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যে মমতার বার্তা—“দিদি আছে, ভয় পাবেন না।” অভিষেক জানালেন, দু’মাসের মধ্যে হবে দিল্লি অভিযান।

ফের নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, আবার কী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে?

ঘূর্ণিঝড় মোন্থার পর ফের নিম্নচাপ তৈরি হয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। মায়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে তা। উত্তাল থাকবে সমুদ্র, মৎস্যজীবীদের সতর্কতা। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা।