তাপপ্রবাহের ইঙ্গিত, মার্চের শেষে কলকাতায় ৩৮°, পশ্চিমের জেলাগুলিতে ৪০° পার!
গরমের তীব্রতা ক্রমশ বাড়ছে। মার্চের শেষেই কলকাতার তাপমাত্রা ছুঁতে পারে ৩৮ ডিগ্রি, আর পশ্চিমের জেলাগুলিতে তা ছাড়াতে পারে ৪০°! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, ফলে গরমের দাপট আরও বাড়বে।
কলকাতা ও পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনায় তাপমাত্রা ৩৬°-৩৮°-এর মধ্যে থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে গরম আরও চরম আকার নেবে। এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০° ছাড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে।
দক্ষিণা বাতাস এলে মিলবে কিছুটা স্বস্তি
এপ্রিল পড়লে দক্ষিণ দিক থেকে বাতাসের জোর বাড়বে, ফলে গরমের দাপট কিছুটা কমতে পারে। তবে আপাতত কোনও কালবৈশাখীর পূর্বাভাস নেই। তাপমাত্রা আরও কতটা বাড়বে, তা নিয়ে নির্ভর করছে এপ্রিলের শুরুর দিকের মৌসুমী পরিবর্তনের ওপর। তবে আপাতত গরমের দাপট কমার কোনও লক্ষণ নেই।