Homeখবররাজ্যএক বছর পর ফের ‘রাতদখল’! আরজি করের ঘটনায় কলকাতা-সহ রাজ্যজুড়ে পথে নামলেন...

এক বছর পর ফের ‘রাতদখল’! আরজি করের ঘটনায় কলকাতা-সহ রাজ্যজুড়ে পথে নামলেন প্রতিবাদীরা

প্রকাশিত

এক বছর আগে ১৪ অগস্ট রাতে যেমন পথে নেমেছিল গোটা কলকাতা, ঠিক তেমনই বৃহস্পতিবার ফের ‘রাতদখল’ কর্মসূচিতে সরব হল শহর ও জেলা। আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের বিচারের দাবিতে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাতভর রাস্তায় অবস্থান নিলেন প্রতিবাদীরা।

কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ছিল মূল কর্মসূচি। ব্যানার, পোস্টার, জাতীয় পতাকা হাতে জমায়েত হন বহু মানুষ। গানে, কবিতায়, নাটকে এবং রাস্তায় ছবি এঁকে প্রতিবাদের বার্তা ছড়িয়ে দেওয়া হয়। একই সময়ে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরেও বিচারের দাবিতে মানুষের ঢল নামে।

নদিয়ার কালীগঞ্জের ন’বছরের তমন্না খাতুনের মা-ও এদিন শ্যামবাজারের মঞ্চে উপস্থিত ছিলেন। উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমা হামলায় তমন্নার মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। এবার তিনি আরজি করের নির্যাতিতার জন্যও ন্যায়ের দাবিতে এই কর্মসূচিতে অংশ নিলেন।

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ‘অভয়া মঞ্চ’-এর উদ্যোগে কর্মসূচি হলেও, সেখানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূলের বিরুদ্ধে। অভয়া মঞ্চের অভিযোগ, মঞ্চ বাঁধতে দেওয়া হয়নি এবং মাইক বাজিয়ে কর্মসূচিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা হয়েছে। তবে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করেছে।

বর্ধমানের কার্জন গেট, দুর্গাপুর শহর, সোদপুর, দমদমের নাগেরবাজার, লেকটাউন, মেদিনীপুর, হাবড়া, বেহালা, হুগলি— সর্বত্রই এদিন রাতদখল কর্মসূচি পালিত হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি স্থানে মানুষের ভিড় ক্রমশ বেড়েছে।

প্রতিবাদীদের দাবি, এক বছর পেরিয়েও আরজি করের নির্যাতিতা চিকিৎসকের জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়নি। তাই বিচার না হওয়া পর্যন্ত রাজপথেই আন্দোলন চলবে।

রাষ্ট্রপতির মেল

ঘটনাচক্রে রাতদখলের কর্মসূচির দিনই নির্যাতিতার বাবার কাছে ই-মেল এসেছে রাষ্ট্রপতির কাছ থেকে। মেলে তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

এই মেল প্রসঙ্গে সংবাদমাধ্যমে নির্যাতিতা বাবা বলেন, ‘আজ রাষ্ট্রপতির কাছ থেকে একটা ভাল খবর পেয়েছি। রাষ্ট্রপতি বলেছেন ওনার আপ্ত সহায়ক আমাদের সঙ্গে যোগাযোগে থাকবেন। আমাদের যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি সমাধানের চেষ্টা করবেন। এখন একটু হলেও আশা জাগছে। এনারা আমাদের সহযোগিতা করলেও বিচারটা পেতে আমাদের সুবিধা হবে।’

আরও যে খবর পড়তে পারেন

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ ও উত্তরবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা

আইসিআইসিআই ব্যাঙ্কের পর এবার এইচডিএফসি, নতুন সেভিংস অ্যাকাউন্ট খুললেই ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ₹২৫,০০০

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

সোনালী সহ ৬ জনকে বাংলাদেশে থেকে ফেরানো নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেন্দ্র

কলকাতা হাইকোর্টের রায়ে সুনালি খাতুন ও আরও পাঁচজনকে বাংলাদেশ থেকে ফেরানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে কেন্দ্র। গর্ভবতী সুনালি ও দুই শিশুসন্তানসহ পরিবারের দুরবস্থা নিয়ে আলোড়ন।
Exit mobile version