Homeখবররাজ্যবৃষ্টির মধ্যেই বাড়বে গরম, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা

বৃষ্টির মধ্যেই বাড়বে গরম, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা

প্রকাশিত

দক্ষিণবঙ্গের আকাশে মেঘ জমলেও স্বস্তি মিলবে না। বৃষ্টি হবে, কিন্তু গরমও বাড়বে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর-সহ একাধিক জেলায় শনিবারের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।

তবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সতর্কতা নেই। আবহাওয়ার পূর্বাভাস বলছে, রবিবার এবং সোমবার কলকাতায় আবহাওয়া থাকবে মূলত শুষ্ক। মঙ্গলবার থেকে আবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই বৃষ্টির মাঝেই বাড়বে গরম। হাওয়া অফিস জানিয়েছে, আগামী চার দিনের মধ্যে রাজ্যের বিভিন্ন অংশে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এরপর দু’দিন তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।

শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের কাছাকাছি। তবে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের চেয়ে ৪.৬ ডিগ্রি কম।

উত্তরবঙ্গে meanwhile বর্ষা প্রবেশ করে ফেলেছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর—এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি হয়েছে শনিবারের জন্য।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে সারা সপ্তাহ ধরেই বৃষ্টি চলতে পারে। তবে রবিবার থেকে সতর্কতা তুলে নেওয়া হয়েছে।

ফলে একদিকে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টি, অন্যদিকে ক্রমবর্ধমান গরম—এই দুইয়ের মধ্যে দিয়ে আগামী ক’দিন কাটবে রাজ্যবাসীর।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

আরও পড়ুন

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে কাঁপুনির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে তাপমাত্রা সামান্য বাড়লেও সংক্রান্তিতে ফের নামবে পারদ। উত্তরবঙ্গের ছয় জেলায় ঘন কুয়াশার সতর্কতা, শীতের দাপট চলবে মাঘের শুরু পর্যন্ত।

এজলাসে হইচই, আইপ্যাক মামলার শুনানি স্থগিত

এজলাসে ভিড় ও হইচইয়ের জেরে আইপ্যাক সংক্রান্ত জোড়া মামলার শুনানি শুরু করা গেল না। বিচারপতি শুভ্রা ঘোষ শুনানি ১৪ জানুয়ারি পর্যন্ত মুলতুবি রাখায় কলকাতা হাই কোর্টে রাজনৈতিক ও আইনি উত্তেজনা বেড়েছে।