Homeখবররাজ্যআরও নামল পারদ, এ বার ১৪ ডিগ্রির ঘরে

আরও নামল পারদ, এ বার ১৪ ডিগ্রির ঘরে

প্রকাশিত

কলকাতা: পূর্বাভাস মতোই আরও নামল তাপমাত্রার পারদ। যেন বিদায়বেলায় আবার ঝোড়ো ইনিংস খেলছে শীত! ফের এক বার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

জানুয়ারির শেষ দিক থেকেই পারদের ওঠাপড়ার জন্য শীতের চেনা আমেজ উধাও। শীতকালেও শীতের আমেজ না মেলার নেপথ্যে দায়ী পশ্চিমি ঝঞ্ঝা। এতে বাধা পেয়েছে উত্তুরে হাওয়া। তবে এখন আবার ঢুকছে উত্তুরে হাওয়া। ফিরেছে শীতের আমেজ। তাই বলে কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই বললেই চলে।

কয়েকদিন ধরেই স্বাভাবিকের থেকে বেশি শহরের তাপমাত্রা। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার কলকাতার তাপমাত্রা কমেছে আরও। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। যেখানে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ এবং বৃহস্পতিবার ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্য দিকে, পশ্চিমাঞ্চলের জেলায় ১২-র ঘরে নামল রাতের তাপমাত্রা।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামী এক সপ্তাহ ধরে দিন ও রাতের তাপমাত্রার মধ্যে ফারাক কমবে। এই সময়ের মধ্যে শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে। ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শহরের তাপমাত্রা নিম্নগামীই থাকবে। ৭, ৮ এবং ৯ ফেব্রুয়ারি তা ঊর্ধ্বগামী হবে। ১০, ১১ ফের তা ফের নিম্নগামী হবে। অর্থাৎ, আগামী কয়েক দিনে তাপমাত্রার এমন ওঠানামা চলতে থাকবে। তবে ১৪ তারিখ থেকে আর পারদ পতনের তেমন কোনো সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও যথেষ্ট নেমেছে পারদ। আচমকা ভোলবদল ঘটেছে আবহাওয়ার। ও দিকে, রবিবার পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস রয়েছে পার্বত্য ও সমতল, তরাই এবং ডুয়ার্সেও। আগামী চার-পাঁচ দিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তুষারপাতের সম্ভাবনাও রয়েছে কোথাও কোথাও।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের পরিমণ্ডলে উত্তর-পশ্চিম হাওয়া ঢুকতে শুরু করেছে। সেইসঙ্গে বঙ্গোপসাগরের উপর যে উচ্চচাপ বলয় (যে উচ্চচাপ বলয়ের কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছিল) ছিল, তাও কেটে গিয়েছে। এখন যেহেতু কোনো জলীয় বাষ্প নেই, তাই গরম-গরম ভাব কিছুটা কেটে গিয়েছে। এর ফলেই নেমেছে তাপমাত্রার পারদ।

খবর অনলাইনে অন্য় খবর পড়ুন এখানে ক্লিক করে খবর অনলাইন।

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে হেরে নিজেদের ভাগ্য অনিশ্চিত করে ফেলল ভারত

অস্ট্রেলিয়া: ১৫১-৮ (গ্রেস হ্যারিস ৪০, এলিসে পেরি ৩২, রেণুকা সিং ২-২৪, দীপ্তি শর্মা ২-২৮) ভারত:...

দীপাবলির আগে উড়ান যাত্রীদের জন্য বড় স্বস্তি, ঘরোয়া বিমানের ভাড়া কমছে

দীপাবলির আগে আকাশপথে যাতায়াত করা যাত্রীদের জন্য একটি সুখবর। পরিসংখ্যান বলছে, ঘরোয়া ফ্লাইটের ভাড়া...

ভুয়ো সাধু রুখতে মহাকুম্ভ মেলায় পরিচয়পত্র বাধ্যতামূলক, ‘শাহী স্নান’-এর মতো শব্দ বাতিলের দাবি 

২০২৫ মহাকুম্ভ মেলায় সাধুদের জন্য পরিচয়পত্র বাধ্যতামূলক করেছে আখিল ভারতীয় আখাড়া পরিষদ (এবিএপি)। ভুয়া বাবাদের প্রবেশ রোধ এবং মেলায় নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানকে আধুনিক অস্ত্র ও যুদ্ধবিমান বিক্রি করত ইজরায়েল, দিয়েছিল গোপন সামরিক প্রশিক্ষণও, বন্ধুত্ব কী ভাবে বদলে গেল শত্রুতায়!

বিশ্ব সম্প্রতি অশান্তির একটি নতুন পর্যায়ে অবস্থান করছে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পরিস্থিতি...

আরও পড়ুন

চিকিৎসক-সরকার আলোচনায় মধ্যস্থতায় করতে চেয়ে দু’পক্ষকে ইমেল অপর্ণা, সুজাত ভদ্রদের, অনশন প্রত্যাহারের আবেদন

জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে উদ্বেগ প্রকাশ করে অপর্ণা সেনসহ বিদ্বজ্জনেরা চিকিৎসক ও রাজ্য প্রশাসনের মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

হাওয়ার গতিপথ বদলাচ্ছে, দিনদুয়েকের মধ্যেই বর্ষা বিদায়, তবে বৃষ্টি আপাতত বন্ধ হচ্ছে না

খবর অনলাইনডেস্ক: হাওয়ার গতিপথ বদলাতে শুরু করেছে। দখিনা হাওয়াকে সরিয়ে বায়ুমণ্ডলে ঢুকতে শুরু করেছে...

এবার অসুস্থ হয়ে পড়লেন ডা. অনুষ্টুপ, ভর্তি মেডিক্যাল কলেজে

খবর অনলাইনডেস্ক: অনশনরত অবস্থায় একের পর এক চিকিৎসক অসুস্থ হয়ে পড়ছেন, তবুও কোনো হেলদোল...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত