Homeখবররাজ্যকৌশিকী অমাবস্যায় বাধ্যতামূলক প্যাকেজ নয়, একদিনের জন্যও মিলবে হোটেল রুম: কড়া নির্দেশ...

কৌশিকী অমাবস্যায় বাধ্যতামূলক প্যাকেজ নয়, একদিনের জন্যও মিলবে হোটেল রুম: কড়া নির্দেশ প্রশাসনের

প্রকাশিত

তারাপীঠের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব—কৌশিকী অমাবস্যাকে ঘিরে এবার পর্যটকদের জন্য বড় স্বস্তির খবর দিল জেলা প্রশাসন। রবিবার রামপুরহাট এসডিও অফিসে অনুষ্ঠিত প্রস্তুতি বৈঠকে জানানো হয়েছে, এবার কোনও হোটেল পর্যটকদের তিনদিনের প্যাকেজে রুম ভাড়া নিতে বাধ্য করতে পারবে না।

জেলাশাসক বিধান রায় সাফ জানিয়ে দিয়েছেন, কোনও পর্যটক একদিন বা দু’দিন থাকতে চাইলে তাঁকে রুম দিতে হবে। তিনদিনের প্যাকেজে জোর করে টাকা নেওয়া হলে সেই হোটেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। একইসঙ্গে সাধারণ পর্যটকদের নাগালের মধ্যে ভাড়া রাখার কথাও বলা হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছর কৌশিকী অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন হয় তারাপীঠে। কথিত আছে, দেবী তারার অপর নাম ‘কৌশিকী’। এই তিথিতে মহাশ্মশানে বামাক্ষ্যাপার সিদ্ধিলাভের ইতিহাস রয়েছে। এই কারণে পুণ্যস্নান, দর্শন এবং মানতের উদ্দেশ্যে এই সময় মানুষের ঢল নামে।

তবে অভিযোগ ছিল, এই সুযোগে হোটেলগুলি রুম ভাড়া বাড়িয়ে দিয়ে প্যাকেজ চালু করে পর্যটকদের জোর করে তিনদিনের ভাড়া নেওয়ার পন্থা নেয়। এবার সেই অনিয়ম বন্ধ করতে উদ্যোগী হল প্রশাসন।

হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও জানানো হয়েছে, কোনও ‘প্যাকেজ সিস্টেম’ চালু করা হয় না। পাশাপাশি হেল্পডেস্ক চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পুণ্যার্থীরা জানতে পারেন কোথায় রুম খালি আছে। অভিযোগ জানানোর জন্য থাকবে নির্দিষ্ট ফোন নম্বরও।

এছাড়াও যানজট এড়াতে প্রশাসন জানিয়েছে, চারচাকা গাড়ি নিয়ে তারাপীঠে ঢুকতে হলে ২১ আগস্ট রাত ১টার মধ্যেই ঢুকতে হবে। এরপর আর ঢুকতে দেওয়া হবে না। তবে ভিতরের হোটেল পার্কিং খালি থাকলে পরে কিছু গাড়ি ঢুকতে দেওয়া হবে।

যদিও টিআরডিএর ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় জানান, যেখান থেকে গাড়ি আটকে দেওয়া হবে, সেখান থেকে তারাপীঠের দূরত্ব ৯ কিমি। হেঁটে পুণ্যার্থীদের আসা কষ্টকর— বিষয়টি পুনর্বিবেচনার জন্য বলেন তিনি। প্রশাসনিক কর্তারা এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

এছাড়াও প্রশাসনের তরফে ৯টি পার্কিংয়ের স্থান চিহ্নিত করা হয়েছে— জাতীয় সড়ক সংলগ্ন এলাকা, চিলার মাঠ, ফুলিডাঙা বাসস্ট্যান্ড-সহ।

পিএইচই-কে নির্দেশ দেওয়া হয়েছে ২.৫ লক্ষ জলের পাউচের ব্যবস্থা রাখতে, যার মধ্যে অর্ধেক থাকবে রামপুরহাট স্টেশনে।

রেল কর্তৃপক্ষের কাছে হাওড়া-রামপুরহাট স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর অনুরোধও জানানো হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: পথচারীদের জন্য নির্দিষ্ট রুট, গাড়ির জন্য আলাদা লেন, শিয়ালদহে মেট্রোর ভিড় সামলাতে একগুচ্ছ ব্যবস্থা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

স্বাস্থ্যসাথী কার্ডকে এসআইআরের নথি হিসাবে ব্যবহার করা যাবে না, জানাল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে, স্বাস্থ্যসাথী কার্ডকে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-র নথি হিসাবে গণ্য করা যাবে না। নাগরিকত্বের প্রমাণস্বরূপ নথিই কেবল গ্রহণযোগ্য হবে।