কলকাতা: বৃহস্পতিবার বিকেলে মুজফপর আহমেদ ভবন থেকে এক সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উল্লেখযোগ্য ভাবে প্রথম দফার প্রার্থীতালিকায় নতুন মুখের উপর ভীষণভাবে জোর দিয়েছে বামেরা।
প্রথম দফায় ১৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামফ্রন্ট। ১৬টির মধ্যে সুজন চক্রবর্তী ও বিপ্লব ভট্ট ছাড়া বাকি ১৪ আসনেই নতুন মুখকে সুযোগ দিয়েছে বামেরা। একইসঙ্গে তরুণ ব্রিগেডের উপরেও ভরসা রাখতে দেখা গেল বামেদের।
এই ১৬টি আসনের মধ্যে সিপিএমের ১৩টি আসন ও শরিকদের ৩টি। বামফ্রন্টের অন্য শরিকরা ছাড়াও রয়েছে আইএসএফ। কংগ্রেসের সঙ্গেও আলোচনা চলছিল। কিন্তু তাতে এখনও পুরোপুরি সবুজ সঙ্কেত মেলেনি। সিপিএমের সঙ্গে কথা চলাকালীনই বৃহস্পতিবার আইএসএফ ঘোষণা করে দিয়েছে, তারা আটটি আসনে লড়বে। তার মধ্যে রয়েছে সিপিএমের প্রার্থী দেওয়া যাদবপুরও।
বামফ্রন্টের ১৬ প্রার্থী
১. কোচবিহার: নীতিশচন্দ্র রায় (ফব)
২. জলপাইগুড়ি: দেবরাজ বর্মন (সিপিআইএম)
৩. বালুরঘাট: জয়দেব সিদ্ধান্ত। (আরএসপি)
৪. কৃষ্ণনগর: এসএম শাদি (সিপিআইএম)
৫. যাদবপুর: সৃজন ভট্টাচার্য (সিপিআইএম)
৬. দমদম: সুজন চক্রবর্তী (সিপিআইএম)
৭. শ্রীরামপুর: দীপ্সিতা ধর (সিপিআইএম)
৮. দক্ষিণ কলকাতা: সায়রা শাহ হালিম (সিপিআইএম)
৯. হাওড়া: সব্যসাচী চট্টোপাধ্যায় (সিপিআইএম)
১০. হুগলি: মনোদীপ ঘোষ (সিপিআইএম)
১১. তমলুক: সায়ন বন্দ্যোপাধ্যায় (সিপিআইএম)
১২. মেদিনীপুর: বিপ্লব ভট্ট (সিপিআইএম)
১৩. বাঁকুড়া: নীলাঞ্জন দাশগুপ্ত (সিপিআইএম)
১৪. বিষ্ণুপুর: শীতল কৈব্যর্ত (সিপিআইএম)
১৫. বর্ধমান পূর্ব: নীরজ খান (সিপিআইএম)
১৬. আসানসোল: জাহানারা খান (সিপিআইএম)
আরও পড়ুন: সিএএ নিয়ে বিরোধীদের কড়া জবাব অমিত শাহের, নিশানায় মমতাও